১৪ ফেব্রুয়ারী চীনা ভাষা আন্তর্জাতিক সম্প্রসারণ কার্যালয় ঘোষণা করেছে যে, তারা নেপালের কাঠমুণ্ডু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতার মাধ্যমে কনফুসিয়াস ইনস্টিডিউট প্রতিষ্ঠা সম্পর্কে একটি চুক্তি স্বাক্ষর করেছে ।এটি হবে নেপালে প্রতিষ্ঠিত প্রথম কনফুসিয়াস ইনস্টিডিউট ।
চীনা ভাষার আন্তর্জাতিক সম্প্রসারণ কার্যালয়ের পরিকল্পনা অনুযায়ী ২০১০ সালের শেষ নাগাদ সারা বিশ্বে মোট ৫০০টি কনফুসিয়াস ইনস্টিডিউট প্রতিষ্ঠিত হবে ।
কনফুসিয়াস ইনস্টিডিউট হল চীনা ভাষা ও চীনের সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেয়ার লক্ষে এক ধরনের স্বার্থহীন শিক্ষা প্রতিষ্ঠান । চীন ও বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে তা প্রতিষ্ঠিত হচ্ছে । ২০০৪ সালের ২১ নভেম্বর বিশ্বের প্রথম কনফুসিয়াস ইনস্টিডিউট দক্ষিণ কোরিয়ার সিউলে প্রতিষ্ঠিত হয়েছে । এ পর্যন্ত বিশ্বের ৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে ১২০টিরও বেশি কনফুসিয়াস ইনস্টিডিউট প্রতিষ্ঠিত হয়েছে । এর পাশাপাশি চীনের সঙ্গে কনফুসিয়াস ইনস্টিডিউট প্রতিষ্ঠার জন্য বিদেশের আবেদন অব্যাহতভাবে বাড়ছে ।
|