দক্ষিণ কোরিয়ার যৌথ সংবাদ সংস্থার খবরে প্রকাশ , ১৫ ফেব্রুয়ারী দক্ষিণ কোরিয়ার একজন কর্মকর্তা বলেছেন , সেদিন কাইসুংয়ে অনুষ্ঠিত দক্ষিণ ও উত্তর কোরিয়ার কর্মগ্রুপ সম্মেলনে দু'পক্ষ চলতি মাসের ২৭ তারিখ থেকে ২ মার্চ পর্যন্ত পিংয়ংয়ে দু'দেশের ২০তম মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজনে একমত হয়েছে ।
দক্ষিণ ও উত্তর কোরিয়ার মন্ত্রী পর্যায়ের বৈঠক দু'দেশের সরকারের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের একটি সংলাপ ব্যবস্থা । ২০০০ সালে দু'দেশের নেতৃবৃন্দ পিংয়ংয়ে ঐতিহ্যিক বৈঠক করার পর মন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু হয় । বৈঠকটি পালাক্রমিকভাবে দক্ষিণ ও উত্তর কোরিয়ায় অনুষ্ঠিত হয়ে আসছে । ১৯তম মন্ত্রী পর্যায়ের বৈঠক গত বছরের জুলাই মাসে দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত হয় । উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপসহ কিছু সমস্যায় দু'পক্ষের মতৈক্য না হওয়ায় বৈঠকটি নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে । এর আগে উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার কারণে বৈঠকটি বন্ধ ছিল ।
|