v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-15 15:47:17    
ছিংহাই প্রদেশের সুয়েচৌ সানরোং গোষ্ঠী

cri
    ছিংহাই প্রদেশের সুয়েচৌ সানরোং গোষ্ঠী ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় । দশ বছরের চেষ্টার ফলে এ গোষ্ঠী ছিংহাই প্রদেশের পশমি জাতদ্রব্যের একটি শক্তিশালী শিল্প প্রতিষ্ঠানএবং চীনের বৃহত্তম পশমি দ্রব্য বোনা শিল্প প্রতিষ্ঠানের অন্যতম হয়েছে । এ ছাড়াও চীনের বৃহত্তম ক্যাশমির পশমি জাতদ্রব্য উত্পাদন করা এক বহুমুখী বহু জাতিক কোম্পানিতে পরিণত হয়েছে । বিশেষ করে গরুর পশম বিশেষভাবে পরিশোধনের মাধ্যমে প্রস্তুত বস্তু দিয়ে সোয়েটার তৈরী করা ক্ষেত্রে চীনের শিল্প ক্ষেত্রে প্রথম স্থানে দাঁড়িয়েছে । কোম্পানির ট্রেডমার্ক সুয়েচৌ হল চীনের বাণিজ্য শিল্প ব্যুরোর দেয়া চীনের একমাত্র গরুর পশম দিয়ে পশমি জাতদ্রব্য তৈরী করার ট্রেডমার্ক।

    সুয়েচৌ গোষ্ঠী হল ছিংহাই প্রদেশের ৩০টি গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠানের অন্যতম । প্রতিষ্ঠানটি চীনের কৃষিমন্ত্রণালয়ের দেয়া আন্তরিক ও আইন অনুসরণকারী শিল্পপ্রতিষ্ঠান হিসেবে পুরস্কার অর্জন করে । পরপর চার বছর ছিংহাই প্রদেশের শিল্প প্রতিষ্ঠান মধ্যে বেশি শুল্ক দেয়া কোম্পানির পুরস্কারও লাভ করে । ২০০০ সাল থেকে এ পর্যন্ত পরপর চীনের কৃষি ব্যাংক ছিংহাই শাখা ব্যাংকের দেয়া আন্তরিক শিল্প প্রতিষ্ঠানের যোগ্যতা অর্জন করে । ২০০২ সালে আই.এস.ও ৯০০১ আন্তর্জাতিক গুণতমান পরীক্ষায়ও সম্মানজনক যোগ্যতা লাভ করেছে , গোষ্ঠীর ট্রেডমার্ক সুয়েচৌ ২০০২ সালে চীনের বিখ্যাত ট্রেডমার্কে পরিণত হয়েছে ।২০০৩ সালে গোষ্ঠীর উত্পাদিত পশমি জাতদ্রব্য চীনের পরীক্ষাহীন পণদ্রব্যের যোগ্যতা অর্জন করে । সমাজে বেশি অবদান রাখার জন্য গোষ্ঠীর মহা-পরিচালক মা ইয়োফু ২০০৪ সালে ছিংহাই প্রদেশের শ্রম পুরস্কার লাভ করেছেন এবং ২০০৫ সালে চীনের শ্রম পুরস্কারও অর্জন করেন ।

    ২০০২ সালের শেষ নাগাদ, গোষ্ঠী সাফল্যজনকভাবে ছিংহাই প্রদেশের বৃহত্তম পশমি জাতদ্রব্য কোম্পানি---ছিংহাই পশমি বোনা শিল্প কোম্পানি কিনেছে এবং গোষ্ঠীর মহল আরো জোরদার করা হয়েছে । গোষ্ঠীর মোট পুঁজি ৩০ কোটি ইউয়ানেরও বেশি, এর মধ্যে স্থায়ী পুঁজি ১৮.১১২ কোটি ইউয়ান । গোষ্ঠীর কর্মী সংখ্যা ১০০০রেরও বেশি ।

    তা ছাড়া, গোষ্ঠীর পশমি পণদ্রব্যের বিক্রি সুবিধা দেয়ার জন্য কোম্পানি ছিংহাই প্রদেশের সিনিং শহরে একটি ৫০ হাজার বর্গমিটার বিক্রয় কেন্দ্র খুলেছে । এই কেন্দ্রটি পশমি পণদ্রব্যের বিশেষ বাজারে পরিণত হয়েছে । ছিংহাই প্রদেশের ৮০ শতাংশেরও বেশি পশমি পণ্যদ্রব্য সেখানে বিক্রি করা হয় । বাজারে ক্রেতাদের জন্য নানা ধরনের সুবিধামূলক পরিবহন ব্যবস্থা রয়েছে । যেমন বাজার থেকে হাইওয়ে শুধু ২০০মিটার দূর, বাজার থেকে রেল স্টেশন ৬ কিলোমিটার, বাজার থেকে বিমান বন্দর ১১ কিলোমিটার দূরে । কোম্পানি ক্রেতাদের জন্য পশমি ধোয়া ও সংগ্রহসহ বিভিন্ন ধরনের প্রাথমিক পরিশোধন পরিসেবা দেয় । গোষ্ঠীর পণ্যদ্রব্য নানা ধরনের পুরস্কার লাভ করার পাশাপাশি ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণপূর্ব এশিয়ায় বিক্রি হচ্ছে।