মার্কিন রাষ্ট্রীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র গর্ডন জনড্রো ১৪ ফেব্রুয়ারী তথ্য মাধ্যমকে বলেছেন , মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ জাপানের প্রধানমন্ত্রী আবে সিনজো ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রু মু হুয়েনের সঙ্গে পৃথক পৃথকভাবে টেলিফোনে কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন । তিনি জাপান ও দক্ষিণ কোরিয়া সরকারের প্রচেষ্টার জন্যও ধন্যবাদও জানিয়েছেন ।
জনড্রো বলেছেন , জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দের সঙ্গে টেলিফোন আলাপের সময় বুশ বলেছেন , ছ'পক্ষীয় বৈঠক কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করেছে । তিনি বলেছেন , যুক্তরাষ্ট্র , জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দ কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যার সমাধানে পরস্পরের অবস্থান সমন্বয় করার গুরুত্ব আরোপ করেছেন ।
|