১৪ ফেব্রুয়ারী চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সুত্র থেকে জানা গেছে, চলতি বছরের ২৬ মার্চ থেকে ২৯ মার্চ পযর্ন্ত মস্কোয় চীনের রাষ্ট্রীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে। গত ৩০ বছরের মধ্যে এটা হবে বিদেশে চীনের আয়োজিত সবচেয়ে বড় আকারের প্রদর্শনী ।
চীনের রাষ্ট্রীয় প্রদর্শনী হচ্ছে রাশিয়া-চীন বর্ষের একটি রাষ্ট্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ আর্থ-বাণিজ্যিক কার্যকলাপ। চীনের সংস্কার ও উন্মুক্ততা , স্থিতিশীলতা ও সমৃদ্ধির ভাবমূর্তি তুলে ধরা, দু'দেশের জনগণের পারস্পরিক সমঝোতা ও মৈত্রী জোরদার করা এই প্রদর্শনী আয়োজনের প্রধান লক্ষ্য। জানা গেছে, প্রদর্শনীতে প্রধানতঃ বস্ত্রবয়ন, উত্পাদিত সরঞ্জাম, প্রকৌশল যন্ত্র, গাড়ী, ঘরোয়া বৈদ্যুতিক যন্ত্রপাতি, তথ্য ও প্রযুক্তিসহ নানা ক্ষেত্রের শ্রেষ্ঠ পণ্যদ্রব্য প্রদর্শিত হবে। তা ছাড়া, এ প্রদশর্নীতে প্রাসঙ্গিক সেরা শিল্প-প্রতিষ্ঠানও বাছাই করা হবে।
এ পযর্ন্ত এই প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্যে চীনের মোট ১৮০টিরও বেশী নাম-করা রাষ্ট্রায়ত্ত শিল্প-প্রতিষ্ঠান ও বে-সরকারী শিল্প-প্রতিষ্ঠান তাদের নাম নিবন্ধন করেছে।
|