চীনের উপ-বাণিজ্য মন্ত্রী ইউ কুয়াং চৌ ১৪ ফেব্রুয়ারী পেইচিংয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ২০০৬ সালে চীন ও রাশিয়ার বাণিজ্যিক মূল্য ৩৩.৪ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। এর আগের বছরের তুলনায় তা ১৫ শতাংশ বেড়ে। ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
ইউ কুয়াং চৌ উল্লেখ করেছেন, ২০০৬ সালে চীন ও রাশিয়া স্থাপত্য, টেলিযোগাযোগ, খনিজ সম্পদ উন্নয়ন ও পরিবহনসহ নানা ক্ষেত্রের পারস্পরিক পুঁজি বিনিয়োগ ছিল প্রাণবন্ত। জ্বালানি সম্পদ, পারমাণবিক শক্তি, হাইটেক প্রযুক্তি ও মহাকাশযানসহ অনেক বিরাট আকারের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা প্রকল্পও চালু হয়েছে। বিশেষ করে দু'দেশের সীমান্ত বাণিজ্য দ্রুত উন্নত হয়েছে। পরিসংখ্যাণ অনুযায়ী, গত বছর চীন ও রাশিয়ার সীমান্ত বাণিজ্যিক মূল্য ৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তা দ্বিপক্ষীয় বাণিজ্যিক মূল্যের ২০ শতাংশের বেশি।
এখন রাশিয়া হচ্ছে চীনের অষ্টম বাণিজ্য অংশীদার। চীন হচ্ছে রাশিয়ার চতুর্থ বাণিজ্য অংশীদার।
|