|
![](/images/spacer.gif) |
(GMT+08:00)
2007-02-14 18:13:07
|
চীন ও ভারতের যৌথ উদ্যোগে পেইচিংয়ের সফটওয়্যার শিল্পের আন্তর্জাতিকায়ন ত্বরান্বিত হবে
cri
চীনের বৃহত্তম সফটওয়্যার শিল্পপ্রতিষ্ঠান- চীন-ভারত যৌথ পুঁজি বিনিয়োজিত টাটা তথ্য প্রযুক্তি কোম্পানি গত মংগলবার আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে । এটি চীন ও ভারত যৌথভাবে পেইচিংয়ের সফটওয়্যার শিল্পকে আন্তর্জাতিকায়নের দিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার স্বাক্ষর বহন করে ।
২০০৬ সালে চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের ভারত সফরের একটি গুরুত্বপূর্ণ ফল হিসেবে এ কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে ।
জানা গেছে , ২০০৬ সালে পেইচিংয়ের সফটওয়্যার ও তথ্য পরিসেবা শিল্পের মূল্য১১৪ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে ।
|
|
|