সিরিয়ার সংগে সহযোগিতা করে সিরিয়ায় অবস্থানরত ইরাকী শরণার্থীদর সমস্যা সমাধানের জন্যে স্পীকার মাহমুদ আল-মাশহাদানির নেতৃত্বে পরিচালিত একটি সংসদীয় প্রতিনিধিদল গত মংগলবার সিরিয়া সফরে গেছে ।
ইরাকের সংসদ সূত্র জানিয়েছে , মাশহাদানি সিরিয়ার সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সংগে সাক্ষাত করবেন এবং তাদের সংগে সিরিয়ায় অবস্থানরত ইরাকী শরণার্থীদের দুরুহ অবস্থার উন্নতি এবং এ ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা নিয়ে আলোচনা করবেন ।
বর্তমানে প্রায় ১০ লাখ ইরাকী শরণার্থী সিরিয়ায় অবস্থান করছেন। গুরুতর অর্থনৈতিক , সামাজিক ও নিরাপত্তার চাপ প্রশমণের লক্ষ্যে সিরিয়া সরকার সম্প্রতি এসব শরণার্থীকে কেবল ১৫ দিনের ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ।
|