নীল আকাশ প্রদর্শনীর পেইচিং কার্যক্রম ২০০৭" ১৪ ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে । পেইচিংয়ে অনুষ্ঠিতব্য বিভিন্ন প্রদর্শনীতে মেধা স্বত্ব সংরক্ষণের কাজ ত্বরান্বিত করার জন্যে ভবিষ্যতে পেইচিং পৌর সরকার , গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজক ইউনিট এবং মেধা স্বত্ব সংক্রান্ত আইনগত পরিসেবা সংস্থা সহযোগিতা করে যাবে ।
বর্তমানে পেইচিং প্রতি বছর সবচেয়ে বেশি প্রদর্শনীর আয়োজন করে থাকে । অথচ কোনো কোনো প্রদর্শনীতে নিয়োজিত কর্মীরা মেধা স্বত্ব সম্পর্কে তত সচেতন নন । ফলে মেধা স্বত্ব লংঘনকারী কিছু পণ্য প্রদর্শনীতে দেখানো হয়েছে এবং এ সম্পর্কিত বিবাদও অহরহ ঘটে থাকে । এ বছর চালানো বিশেষ অভিযানে পেইচিং পৌর সরকারের সংশ্লিষ্ট বিভাগের উদ্যোগে মেধা স্বত্ব সংক্রান্ত আইনগত পরিসেবা সংস্থা পেইচিংয়ে অনুষ্ঠেয় বিভিন্ন প্রদর্শনীতে প্রবেশ করবে ।
|