পেইচিং থেকে বিশ্ব ব্যাংকের ১৪ ফেব্রুয়ারী প্রকাশিত সর্বশেষ " চীনের অর্থনীতি সংক্রান্ত ত্রৈমাসিক প্রতিবেদনে" বলা হয়েছে , বর্তমান অবস্থার দিক থেকে দেখতে গেলে চীনের অর্থনীতি উন্নয়নের ভবিষ্যত সম্ভাবনা সুষ্ঠু রয়েছে । ২০০৭ সালে চীনের জি ডি পির প্রবৃদ্ধির হার সম্পর্কে বিশ্ব ব্যাংক যে ভবিষ্যদ্বাণী উচ্চারণ করেছে , তার পরিবর্তন হবে না । এ প্রবৃদ্ধি হার ৯.৬ শতাংশে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে ।
প্রতিবেদনে আরো বলা হয় , চীনের উত্পাদনের সফলতা ক্রমাগত উন্নত হওয়ার পাশাপাশি বিশ্ব অর্থনীতির জোরালো উন্নতি হলেও চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি অল্প পরিসরে কমে আসবে বলে অনুমান করা হচ্ছে ।
|