১৩ ফেব্রুয়ারী কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থা লেবাননের রাজধানী বৈরুতে সংঘটিত বিস্ফোরণ ঘটনার তীব্র নিন্দা করেছে এবং লেবাননের বিভিন্ন দলকে অব্যাহতভাবে জাতীয় পুনর্মিলন অন্বেষণের উপায় বের করার আহ্বান জানিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের পালাক্রমিক সভাপতি রাষ্ট্র জার্মানীর এক বিবৃতিতে বলা হয়েছে, এ দুটি বিস্ফোরণ ঘটনা লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যার দু'বছর পূর্তির আগে সংঘটিত হয়েছে। ই ইউর পালাক্রমিক সভাপতি রাষ্ট্র লেবাননের সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষগুলোকে সহিংস তত্পরতা দূর করা ও উত্তেজনাময় পরিস্থিতির আরো অবনতি যাতে না হয় সে জন্য যাবতীয় প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে।
আরব লীগের মহাসচিব আমর মাহমুদ মুসা ১৩ ফেব্রুয়ারী এক বিবৃতিতে লেবাননের বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব বহনের পাশাপাশি লেবাননের পুনরেকীকরণের ওপর গুরুত্ব প্রদানসই সম্ভাব্য সকল প্রকার সংঘর্ষ এড়ানোর আহ্বান জানিয়েছেন।
মিশরের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আবুল ঘেইত ১৩ ফেব্রুয়ারী এক বিবৃতিতে বলেছেন, মিশর এ দিন সংঘটিত "সন্ত্রাসী হামলা ঘটনার" তীব্র নিন্দা করছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও ১৩ ফেব্রুয়ারী এক বিবৃতিতে বিস্ফোরণ ঘটনার তীব্র নিন্দা করেছে এবং লেবাননের বিভিন্ন পক্ষকে সংযম বজায় রেখে, আলোচনা পুনর্বার শুরু করার আহ্বান জানিয়েছে।
|