ফিলিস্তিনস্বায়ত্তশাসিত সরকারের নাম জানাতে অনিচ্ছুক একজন কর্মকর্তা ১৩ ফেব্রুয়ারী বলেছেন, নতুন জাতীয় যৌথসরকারের পথ সুগম করার জন্য ফিলিস্তিনের স্বায়ত্তশাসিত সরকারের প্রধান মন্ত্রী ইসমাইল হানিয়া এবং ক্যাবিনেটের অন্যান্য নেতা আগামী দু দিনের মধ্যেই পদত্যাগ করবেন। তিনি বলেছেন, হানিয়া দু দিনের মধ্যে সরকারের কাছে তার পদত্যাগপত্র দাখিল করবেন। তার পর আইনগত প্রক্রিয়া অনুযায়ী নতুন যৌথ সরকার গঠনের কাজ শুরু হবে। গত ৮ ফেব্রুয়ারীফাতাহ এবং হামাসের মধ্যে স্বাক্ষরিত 'মক্কা চুক্তি' অনুযায়ী, হানিয়া প্রধান মন্ত্রীর পদে অধিষ্ঠিত থাকবেন। তাঁর নেতৃত্বেনতুন যৌথ সরকার গঠিত হবে।
জানা গেছে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী ১৫ ফেব্রুয়ারী হানিয়াকে নতুন ক্যাবিনেট গঠনের নির্দেশ দেবেন।
|