তুর্কমেনিস্তানের কেন্দ্রীয় নির্বাচন কমিটি ১৪ ফেব্রুয়ারী ঘোষণা করেছে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট গুরবানগুলি বের্দিমুখামেদোভ ১১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করে তুর্কমেনিস্তানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তারপর বের্দিমুখামেদোভ শপথ গ্রহণ করেছেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বের্দিমুখামেদোভ বলেছেন, তিনি দেশের সমৃদ্ধি ও জনগণের কল্যাণের জন্য নিজের সমস্ত শক্তিকে ব্যবহার করবেন। তিনি বলেছেন, তুর্কমেনিস্তান অব্যাহতভাবে প্রয়াত প্রেসিডেন্ট সাপারমুরাত নিয়াজোভের কার্যকর সামাজিক নিশ্চয়তাবিধান ব্যবস্থা অনুসরণ করবে, জনগণের জীবনযাত্রার মান উন্নত করবে, সর্বদাই তুর্কমেনিস্তানের নিরপেক্ষ নীতি মেনে চলবে এবং নিকটবর্তী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ ও সুসংবদ্ধ করবে।
খবরে জানা গেছে, চীনসহ অনেক দেশের প্রতিনিধিরা তুর্কমেনিস্তানের নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
|