|
 |
(GMT+08:00)
2007-02-14 17:38:07
|
আলান হোলমার চীন বিষয়ক বিশেষ দূত নিযুক্ত হয়েছেন
cri
মার্কিন অর্থ মন্ত্রী হেনরি পালসন ১৩ ফেব্রুয়ারী জানিয়েছেন, তিনি অর্থনৈতিক মহলের অভিজ্ঞ ব্যক্তি আলান হোলমারকে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের চীন বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ করেছেন। তিনি মার্কিন-চীন কৌশলগত অর্থনীতি সংক্রান্ত সংলাপ সহ বিভিন্ন বিষয়ের দায়িত্ব পালন করবেন। ১৩ ফেব্রুয়ারী এক বিবৃতিতে হেনরি পালসন বলেছেন, আন্তর্জাতিক বিষয়ে আলান হোলমারের নেতৃত্বের যথেষ্টঅভিজ্ঞতা রয়েছে। তিনি কার্যকরভাবে দু'দেশের মধ্যে যোগাযোগ ও সমন্বয় ত্বরান্বিত করতে পারবেন বলে হেনরি বিশ্বাস করেন। রিপান শাসনামনে আলান হোলমার উপ বাণিজ্য মন্ত্রী ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কোম্পানির প্রধান ম্যানেজারও ছিলেন। হোনরি পালসন মার্কিন-চীন কৌশলগত অর্থনীতি সংক্রান্ত সংলাপ কাঠামোর ভূয়সী প্রশংসা করেছেন।
|
|
|