v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-14 17:12:30    
বিদেশিরা চীনে বসন্ত উত্সব উদযাপন করবেন

cri

    বসন্ত উত্সব চীনাদের সবচেয়ে বড় উত্সব । এ দিনে সবাই বাড়িতে ফিরে যায় । পরিবারের সবাই একসঙ্গে নতুন বছরকে স্বাগত জানায় এবং বসন্ত উত্সব উদযাপন করে । কয়েক দিন পর চীনের ঐতিহ্যিক বসন্ত উত্সব হবে , পেইচিংয়ে থাকা বিদেশিদের এ উত্সব সম্বন্ধে কেমন লাগে ?

    আমাদের সংবাদদাতা পোলিন নামক এক বিদেশি মেয়ের বাসায় গিয়েছেন । তার বাসায় সংবাদদাতা আর পোলিন এবং পোলিনের তিন বন্ধুর সঙ্গে চীনের বসন্ত উত্সব নিয়ে আলাপ করেছেন । এ চার মেয়ে সবাই চীনে কাজ করেন । তারা চীনা এবং চীনের সংস্কৃতি সম্বন্ধে ভালো করে জানেন । চার সুন্দর মেয়ের বসন্ত উত্সব উদযাপনের পরিকল্পনা আছে ।

    পোলিন দু'বছর আগে ইউরোপ থেকে চীনে এসেছেন । বসন্ত উত্সব সম্বন্ধে পোলিন বলেন , গত বছরের বসন্ত উত্সবে আমি একজন চীনা বন্ধুর বাসায় গিয়েছি । তার পরিবারের সবার সঙ্গে মন্দির মেলায় গিয়েছি । সেখানে আমরা চীনের অনেক ঐতিহ্যিক খাবর খেয়েছি এবং চীনের বৈশিষ্ট্যময় পানীয় পান করেছি । এ মেলায় অনেক মজার জিনিস , সেদিন আমার খুব আনন্দে কেটেছে ।

    আমার দেশের বড়দিন যেন চীনাদের বসন্ত উত্সবের মত । সেদিন আমরা চীনাদের মত এ উত্সব উদযাপন করি । সেদিন বাইরে থেকে বাড়িতে ফিরে যেতে হয় । যদিও আমরা বিদেশে আছি , বড় দিনের সময় বাড়ির কথা খুব মনে পড়ে । বাবা মা , ভাই বোনের সঙ্গে বসে উত্সব উদযাপন করতে খুব ইচ্ছা করে ।

    পোলিন আরো বলেন , আমাদের বড় দিন উদযাপন আর চীনাদের বসন্ত উত্সব উদযাপনের মধ্যে আসলে অনেক মিল আছে । তা হল পরিবারের সবার ভালোবাসার ওপর অনেক গুরুত্ব দেয়া হয় । উত্সবের দিনে ইউরোপীয় মানুষ হোক , চীনা মানুষ হোক , সবাই বাড়িতে ফিরে যেতে খুব ইচ্ছুক । ইউরোপীয় মানুষ ও চীনা মানুষ সবাই বাড়ি যাওয়ার ওপর অনেক গুরুত্ব দেয় । এ ছাড়া , এ দু'টি উত্সব উদযাপনে আমাদের আর চীনাদের মধ্যে কিছু পার্থক্যও রয়েছে । বড় দিনের সময় আমরা অন্যকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানাই না । নিজের বাড়িতে সবাই একসঙ্গে আনন্দময় সময় উপভোগ করে । অন্যের সঙ্গে এমন সময় ভাগাভাগি করে না । তবে চীনারা খুব অতিথিপরায়ণ । বসন্ত উত্সবে তারা আমার মতো বিদেশিকে তাদের বাড়িতে আসার আমন্ত্রণ জানায় , তাদের পরিবারের সবার সঙ্গে বসন্ত উত্সব উদযাপন করি । আমি এ জন্য খুব মুগ্ধ হয়েছি । চীনা বন্ধুদের বাসার ভালোবাসা ভাগাভাগি করতে পারবো এটা ভেবে আমি খুব খুশি । এ বছরের বসন্ত উত্সবের পরিকল্পনা সম্বন্ধে পোলিন বলেছেন , এ বছর তিনি পেইচিংয়ে তার এক বন্ধুর বাসায় যাবেন । তাদের সঙ্গে ডাম্বলিং করবো , নতুন বছরের জন্য অপেক্ষা করবো এবং স্বাগতম জানাবো । তিনি এ দিনের জন্যই অপেক্ষা করছেন ।

    পোলিনের বান্ধবী শান্টিও চীনে দু'বছর ধরে আছেন । তিনি পেইচিংয়ের এক কোম্পানীতে কাজ করেন । চীনে বসন্ত উত্সব উদযাপনের অভিজ্ঞতা সম্বন্ধে শান্টি বলেন , গত বছর তিনি এক চীনা বন্ধুর বাসায় যান এবং তাদের সঙ্গে চীনের ঐতিহ্যিক খাবার ডাম্বলিং খান । তা ছাড়া , তারা একসঙ্গে পটকা-বাজী খেলেন । খুবই মজা হয়েছে । চীনের বসন্ত উত্সবে বিশেষ উদযাপন অনুষ্ঠান টি ভিতে দেখা যায়। সেদিন শান্টি তার চীনা বন্ধুর সঙ্গে এ অনুষ্ঠান দেখেছেন । গান , নাচ , ম্যাজিক সবই ছিল । এ অনুষ্ঠান প্রায় চার ঘন্টা স্থায়ী হয় । এ অনুষ্ঠানের মাধ্যমে চীনের ঐতিহ্যিক সংস্কৃতি অনুভব করা যায়। তার খুব ভালোই লাগে । শান্টি চীনা বন্ধু এবং তাদের আত্মিয়স্বজনের সঙ্গে আলাপ করতে পছন্দ করেন । চীনাদের বসন্ত উত্সবে সবাই প্রথমে বৃদ্ধদেরকে যত্ন নেয় এবং তাদেরকে খুশি করে । তবে তার দেশে বড় দিনের সময় সবাইকে খুশি হতে হয় । শান্টির দেশে বড় দিনের সময় এমন বিশেষ টি ভি অনুষ্ঠানও নেই ।

    এ বছরের বসন্ত উত্সবে নিজের পরিকল্পনা সম্বন্ধে শান্টি বলেন , উত্সবে তিনি এতিম শিশুদের সঙ্গে থাকতে চান । তাদের সঙ্গে বসন্ত উত্সব পালন করবেন এবং নিজের ভালোবাসা দিয়ে তাদেরকে সাহায্য করবেন ।

প্রিয় বন্ধুরা , তাদের অভিজ্ঞতা ও পরিকল্পনা শোনার পর আপনারাও কি চীনে আসতে চান এবং চীনের বসন্ত উত্সব উপভোগ করতে চান ? আশা করি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা চীনের ঐতিহ্যিক সংস্কৃতি অনুভব করতে পারবেন ।