প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি। আমি আপনাদের বন্ধু লিলি। আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে শ্রোতাবন্ধুদের পছন্দের গান শুনবো।
বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার জাকারিয়া হোসাইন আমাদের অনুষ্ঠানে শিল্পী পথিক নবীর গাওয়া " মানুষ আমি আমার কেন পাখির মত মন" নামে গানটি শুনতে চেয়েছেন। কিন্তু গানটি আমাদের কাছে নেই। তাই "মানুষ আমায়"নামে পথিক নবীর গাওয়া আরেকটি গান শোনাচ্ছি।
বাংলাদেশের ঝিনাইদহ জেলার এম.বি. জামান সিদ্দিকী আমাদের অনুষ্ঠানে শিল্পী আশা ভোষলের গাওয়া ছোট, একটা ভালবাসা এই তো চাই সবাই"নামে গানটি শুনতে চেয়েছেন। গানটি আমাদের হাতে নেই। তাই শিল্পীর গাওয়া আরেকটি সুন্দর গান প্রচার করবো। গানের নাম মন আমার প্রজাপতি।
বাংলাদেশের উল্লাপাড়ার কে এইচ এম জাকারিয়া আমাদের অনুষ্ঠানে চীনা শিল্পীর কন্ঠে "প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশে"নামে গানটি শুনতে চেয়েছেন। এখন আমি আপনার চাওয়া পূরণ করছি। একসঙ্গে চীনা শিল্পী সুই মিংয়ের কন্ঠে গানটি উপভোগ করবো।
বাংলাদেশের বগুড়া জেলার রেইন বো রেডিও লিসনার্স ক্লাবের কে.এস তাহমিদুল হাসান তাঁর চিঠিতে লিখেছেন, চাওয়া পাওয়া অনুষ্ঠানে শিল্পী সনু নিগমের গাওয়া "ম্যায় হুনা" ছবির একটি গান শোনাতে অনুরোধ করছি। কিন্তু গানটি আমাদের কাছে নেই। তাই আমি "চাঁদ-এর মতো সুখটি তোমার" নামে সনু নিগমের গাওয়া আরেকটি গান শোনাচ্ছি। আশা করি, সবাই পছন্দ করবেন।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষে আমি একটা কথা বলতে চাই। আমার হাতে বাংলাদেশের সি ডি ও টেপ খুব কম বলে মাঝে মাঝে আপনাদের পছন্দের গানগুলো শোনাতে পারচ্ছি না। এর জন্যে আমি খুব দুঃখিত। আশা করি, আপনি চিঠিতে কয়েকটি গানের কথা লিখলে আমি আপনাদের পছন্দের গানগুলোর মধ্য থেকে বেছে নিয়ে শোনাতে পারবো। আজকের চাওয়া পাওয়া শোনার জন্যে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে।
|