v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-13 21:15:11    
চীনে নববর্ষ উপলক্ষে রচিত নাটকগুলোর বাজার ক্রমেই বাড়ছে

cri
    সুপ্রিয় বন্ধুরা , বসন্ত উত্সব চীনাদের চান্দ্র বর্ষের নববর্ষ উত্সব এবং বছরের সবচেয়ে বড় উত্সব । এ উত্সব উপলক্ষে নানা কমর্সূচী নেয়া হয় । চলচ্চিত্র , নাটক ও ঐতিহ্যিক অপেরা চীনাদের বসস্ত উত্সব উদযাপনের তিনটি প্রধান কমর্সূচী । এ বছরের চান্দ্র বর্ষের প্রথম দিনই হলো বসন্ত উত্সব । এ দিনটি উদযাপিত হবে ১৮ ফেব্রুয়ারী। এখন থেকে বসন্ত উত্সবের আর মাত্র পাঁচ দিন বাকি হলেও পেইচিং ও সাংহাইয়ের মতো বড় বড় শহরে বসন্ত উত্সবের নাটকগুলোর অভিনয় ইতোমধ্যে শুরু হয়েছে । এই সব নাটকে সাধারণতঃ রসাত্মক কথাবার্তার ও শিল্পীদের অভিনয়ের মাধ্যমে নাগরিকদের সুখী জীবন প্রতিফলিত হয় এবং সমাজের খারাপ প্রবণততার দিকগুলোর বিদ্রুপ করা হয় । মা হুয়া চীনাদের একটি প্রিয় ভাজা খাবার । ভাজার সঙ্গে সঙ্গে খেলে খুবই মজা । তবে এ নাটকের বিষয়ের সঙ্গে সুস্বাদু খাবারের কোনো সম্পর্ক নেই । এ নাটকের নাম এ জনপ্রিয় খাবারের নাম দেয়ার কারণ হলো নাটকটি মা হুয়ার মতো জনপ্রিয় । এ নাটকে গত শতাব্দীর চল্লিশের দশকে চীনের সাংহাই শহরে ঘটা এক কাল্পনিক কাহিনীর বণর্না করা হয়েছে । এ নাটকে বতর্মান চীনে নাগরিকদের বিনোদনের অনেক উপকরণ রয়েছে । নাটকটির পরিচালক চৌ দা ইয়োন বলেছেন , এ নাটকের মূল উদ্দেশ্য হলো ছুটির দিনে দশর্কদের আনন্দ দেয়া । যাতে দশর্করা সানন্দে বসন্ত উত্সবের ছুটি কাটাতে পারেন । এ নাটক উপভোগ করার সময় দশর্করা প্রায় সবসময়ই হাসেন । চরিত্রগুলোর কথাবার্তায় নাগরিকদের বাস্তব জীবনের নানা বিষয় ও আধুনিক সমাজে প্রচলিত অনেক কথাবা ফুটে ওঠে । তাই দশর্করা মনে করেন এ নাটক যেন গত এক বছরের জীবনের সারসংকলন । কাহিনী কাল্পনিক হলেও নাগরিকদের জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বলে নাটকটি দশর্কদের ভূয়সী প্রশংসা পেয়েছে ।

    ' মা হুয়া ' ছাড়া পেইচিংয়ে মঞ্চস্থ করা ' মহানগরের সবর্ত্রই পিরামিড ' নামে একটি নাটকে এক দুঃসাহসিক এডভেনচারের সঙ্গে কয়েক হাজার বছর আগের প্রাচীন মিসরের এক নারীর প্রেমের কাহিনী বণর্না করা হয়েছে । ' সাবেক স্ত্রীর সঙ্গে প্রেম ' নামে একটি নাটকে রসাত্মক ভাষা ও চমত্কার অভিনয়ের মাধ্যমে একজোড়া বিবাহ বিচ্ছেদকারী স্বামী স্ত্রীর জীবন ও তাদের অনুভুতির কথা তুলে ধরার চেষ্টা করা হয়েছে । এ নাটকটিও দশর্কদের প্রভুতপ্রশংসা পেয়েছে।

    রাজধানী পেইচিংয়ের মতো পূর্ব চীনের মহানগর সাংহাইয়েও বেশ কয়েকটি নববর্ষের নাটক মঞ্চস্থ হয়েছে । ' আমার প্রেমিকার নাম রু হুয়া ' নামে একটি নাটকে এক যুবকের ইন্টারনেটে মনের মতো এক প্রেমিকা পাওয়ার কাহিনী বণর্না করা হয়েছে । সাংহাই নাটক শিল্প কেন্দ্র যুক্তরাষ্ট্রের নাটক লেখক জেমস শেরেমানের লেখা নাটক ' রোমান্স ইন দি ' মঞ্চস্থ করেছে । এ নাটকে দুজন অপরিচিত ছেলেমেয়ের প্রেমের কাহিনী বণর্না করা হয়েছে ।

    নবর্বষের নাটকের ইতিহাস দীর্ঘ নয় । ২০০১ সালে নববর্ষের চলচ্চিত্র দেখার পর পেইচিংয়ের নাটক মহল নববর্ষের জন্য নাটক রচনা শুরু করে । চীনের বিখ্যাত নাট্যকার ছেন নি নি বলেছেন , টিকিট বিক্রি থেকে আয় বাড়ানোর জন্য নাটকের বিষয় দশর্কদের চাহিদা মেটাতে হবে । আমরা লক্ষ্য করেছি দশর্কদের মধ্যে ১৫ থেকে ৩৫ বছর বয়সের যুবকযুবতীর সংখ্যাই বেশি । তারা নতুন জিনিস তাড়াতাড়ি গ্রহণ করতে পারে । কাজেই তারা এই যুগের প্রতিনিধিত্ব করতে পারে ।

    তিনি আরো বলেছেন , চীনের অর্থনীতির স্থিতিশীল প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে নাগরিকদের সাংস্কৃতিক জীবন আগের চেয়ে অনেক সমৃদ্ধ হয়েছে । নাগরিকদের জীবনে সংস্কৃতি ক্ষেত্রের ব্যয় অনেক বেড়েছে । নববর্ষের নাটকের বাজার এখন শুধু বড় বড় শহরেই সীমাবদ্ধ নয় , মাঝারী আকারের শহরগুলোর দশর্করাও এ ধরনের নাটক দেখতে পছন্দ করেন । চীনের বিখ্যাত যুব নাটক পরিচালক ছে ছান মনে করেন , চীনে নববর্ষ নাটক প্রসারের প্রবণতা খুব ভালো । পেইচিংয়ে মঞ্চস্থ করা ' মা হুয়া ' নামক নাটক ইতোমধ্যে একটি সিরিজ নাটকে পরিণত হয়েছে । একটানা তিন –চার বছর ধরে প্রতি বছরই এই নামের নাটক পরিবেশন করা হয় , তবে প্রতি বছর নাটকের বিষয়বস্তু থাকে ভিন্ন । সিরিজ নাটক ' মা হুয়ার' দশর্ক সংখ্যা বছরের পর বছর বৃদ্ধি পাচ্ছে । তিনি আরো বলেছেন , নবর্বষের নাটক এক নতুন জিনিস । দশর্কদের দৃষ্টি কাড়ার জন্য নানা বিষয়ের ভালো গুনগতমানের নাটক রচনা করতে হবে । যাতে দশর্কদের থিয়েটারে নাটক উপভোগ করার আগ্রহ আরো বাড়ানো যায় ।