চীনের কেন্দ্রীয় সরকার তিব্বতের কৃষক ও পশুপালকদের ছেলেমেয়েদের বাধ্যতামূলক শিক্ষার জন্য মাথাপিছু ১১০০ ইউয়ান ভর্তুকি দেয়ার বিশেষ ব্যবস্থা নিয়েছে । তিব্বতের লোকসংখ্যার আশি শতাংশ কৃষক ও পশুপালক পরিবার কেন্দ্রীয় সরকারের এ বিশেষ ব্যবস্থা থেকে উপকৃত হয়েছেন । তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের শিক্ষা ব্যুরো জানিয়েছে , ২০০৬ সালে তিব্বত স্বায়তশাসিত অঞ্চল সরকার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এ ক্ষেত্রে মোট ২৮ কোটি ইউয়ান পেয়েছে ।
সরকারের বরাদ্দ এ ভর্তুকি কল্যাণে তিব্বতের কৃষক ও পশুপালকদের ছেলেমেয়েরা স্কুলে বিনাপয়সায় থাকা খাওয়া ও লেখাপড়া করতে পারে । তিব্বতের কৃষক ও পশুপালকদের ২.৪ লাখ ছেলেমেয়ে এ বিশেষ ভর্তুকি পেয়েছে ।
**কাজাকস্তান ,কিরগিজস্তান ও রাশিয়ায় কনফুসিয়াস ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হবে
৩০ জানুয়ারী উত্তর-পশ্চিম চীনের সিংচিয়ান স্বায়ত্তশাসিত অঞ্চলের শিক্ষা ব্যুরো জানিয়েছে , এ বছর চীন মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে সহযোগিতা করে কনফুসিয়াস ইন্সটিটিউট প্রতিষ্ঠা করবে । বতর্মানে সিংচিয়ান স্বায়ত্তশাসিত অঞ্চল কাজাকস্তান , কিরগিজস্তান ও রাশিয়ার শিক্ষা বিভাগের সঙ্গে আলোচনা করছে ।
সিংচিয়ান স্বায়তশাসিত অঞ্চলের শিক্ষা বিভাগের একজন দায়িত্বশীল ব্যক্তি জানিয়েছেন , সিংচিয়ান স্বায়তশাসিত অঞ্চল মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়ার দেশগুলোর সংলগ্ন বলে অঞ্চলটির ভৌগলিক ও সাংস্কৃতিক প্রাধান্য রয়েছে । তাই সিংচিয়ান অঞ্চল মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে সহযোগিতার মাধ্যমে কনফুসিয়াস ইন্সটিটিউট প্রতিষ্ঠার দায়িত্ব নেবে ।
কনফুসিয়াস ইন্সটিটিউট হলো হান জাতির ভাষা শেখানো ও চীনের সংস্কৃতি প্রচারের এক অমুনাফামূলক সংস্থা । সাধারণতঃ চীন ও বিদেশের শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে কনফুসিয়াস ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয় । ২০০৪ সালের নভেম্বর মাসে বিশ্বের প্রথম কনফুসিয়াস ইন্সটিটিউট দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে প্রতিষ্ঠিত হয় । বতর্মানে বিশ্বের ৪৯টি দেশ ও অঞ্চলে মোট ১২০টি কনফুসিয়াস ইন্সটিটিউট রয়েছে । আরো অনেক দেশ কনফুসিয়াস ইন্সটিটিউট প্রতিষ্ঠার জন্য চীনের সঙ্গে আলোচনা করছে ।
**চতুদর্শ ওয়াল্র্ড টপ সুপার মডেল কম্পিটিশন চীনের ইউনান প্রদেশে শুরু হয়েছে
চতুদর্শ ওয়াল্ড টপ সুপার মডেল কম্পিটিশন ৩১ জানুয়ারী পশ্চিম চীনের ইউনান প্রদেশে শুরু হয়েছে । বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা মডেলরা এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ।
এ প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির পরিকল্পনা অনুসারে সকল প্রতিযোগী ৩ ফেব্রুয়ারী সিসুয়ানবানা স্বায়ত্তশাসিত অঞ্চলে চীনা অঞ্চলের ফাইনাল প্রতিযোগিতায় অংশ নিয়েছেন । তার পর তারা ইউনান প্রদেশ ঘুরে ঘুরে দেখবেন । ১৪ ফেব্রুয়ারী এ প্রতিযোগিতার ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । ওয়ার্ল্ড টপ সুপার মডেল কম্পিটিশন বিশ্বের প্রধান তিনটি মডেল প্রতিযোগিতার অন্যতম । চীনের বিখ্যাত মডেল সুন না ২০০৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ ওয়ার্ল্ড টপ সুপার মডেল কম্পিটিশনে চ্যাম্পীয়ন হয়েছিলেন ।
|