ফিলিস্তিন স্বায়ত্তশাসিত সরকারের প্রধান মন্ত্রী হানিয়া ১২ ফেব্রুয়ারী বিশ্ব সম্প্রদায়কে ফাতাহ এবং হামাসের মধ্যে স্বাক্ষরিত 'মক্কা চুক্তির' প্রতি সম্মান প্রদশনের আহ্বান জানিয়েছেন, যাতে ফিলিস্তানের উপর থেকে অর্থনৈতিক অবরোধ উঠিয়ে দেয়া হয়।
১২ ফেব্রুয়ারী সন্ধ্যায় এক টেলিভিশন ভাষণে হানিয়া বলেছেন, মধ্য-প্রাচ্য সমস্যা সংশ্লিষ্ট চাঁরটি পক্ষকে উপলদ্ধি করতে হবে যে, এটা হল ফিলিস্তিলীদের আশা-আকাংক্ষার প্রতীক। এই চুক্তির প্রতি সবাইকে সম্মান প্রদর্শন করতে হবে এবং ফিলিস্তিনের উপর থেকে অর্থনৈতিক অবরোধ উঠিয়ে নিতে হবে।
ইসরাইলের প্রধান মন্ত্রী ইহুদ ওলমাট বলেছেন, গঠিতব্য ফিলিস্তিন যুক্ত সরকার ফিলিস্তিনের প্রেসিডেন্ট সাহমুদ আব্বাসের জন্যে একটি অগ্নিপরীক্ষা।
জর্দানের রাজা আব্দুলাহ ১২ ফেব্রুয়ারী আব্বাসের সঙ্গে সাক্ষাতের সময় বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা বাস্তবায়িত হলে প্রথমে ফিলিস্তিনের অভ্যন্তরের ঐক্য আর সমঝোতা বাস্তবায়িত হতে হবে। ইইউর পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনে অনুমোদিত একটি সিদ্ধান্তে 'মক্কা চুক্তিকে' স্বাগত জানানো হয়েছে। ইইউ যে কোন সময় একটি যুক্তিযুক্ত ফিলিস্তিন সরকারের সঙ্গে সহযোগিতা চালাতে প্রস্তুত।
|