চীনের কেন্দ্রীয় ব্যাংক - চীনা গণ ব্যাংকের সহকারী গভনর ই কাং ১৩ ফেব্রুয়ারী পেইচিংয়ে আবারো ঘোষণা করেছেন , চীনের আন্তর্জাতিক আয় ও ব্যয়ের ভারসাম্যহীনতার সমস্যা সমাধানের জন্যে শুধু বিনিময় হারের পদ্ধতি গ্রহণ করলে চলবে না , বহুমুখী পদক্ষেপও নেয়া উচিত ।
চীনের কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে সাক্ষাত্কার দেয়ার সময় ই কাং আরো বলেন , চীনের মুদ্রা রেনমিনপির বিনিময় হারের বিরাট আকারের ওঠানামা চীন ও বিশ্ব অর্থনীতির উন্নয়নের ওপর প্রতিকূল প্রভাব ফেলবে । সুতরাং চীনের আন্তর্জাতিক আয় ও ব্যয়ের ভারসাম্যহীনতা কমিয়ে আনার জন্যে চীন ব্যয় বাড়ানো , আমদানি বৃদ্ধি , পরিসেবামূলক বাণিজ্যিক বাজার উন্মুক্ত রাখা এবং বিদেশে পুঁজি বিনিয়োগ করতে চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে উত্সাহিত করার ব্যবস্থা নেবে ।
|