২০০৫ সালে শিল্পী থাং জিশিং সংগীত বিষয়ক নাটক 'স্বর্ণ বালি'-তে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন। ফলে তিনি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছেন। ২০০৬ সালের এপ্রিল মাসে, তিনি তার নতুন গান 'তোমার সাফল্যের কথা মনে পড়েছে' নিয়ে সংগীত জগতে প্রবেশ করেছেন। এখন শুনুন তার এই গানটি।

(সংগীত-২)
গানের কথা হলঃ আমি জানি, আসলে আমি তোমাকেই ভালোবাসি। চোখ বন্ধ করার পড়েও চোখের পানি পড়ে। সে পানিতে কখোনো তোমার স্মৃতির ভেসে যায় না। তোমার ভালো লাগা সাফল্য আর মাধুর্যের কথা ভাবতে শুরু করেছি। তুমি এতো ভালো যে আমি সহজেই সব কষ্ট ভুলে যাই। আমি খুব আগে থেকেই তোমাকে চিনতাম। অনেকের মত আমার প্রথম ভালোবাসাও হয়তো চুড়ান্ত রূপ পাবেনা। যদিও তুমি আমাকে দেখতে পারোনা। তবুও তোমার প্রতিমূর্তিটা আমার চোখের সামনে ভেসে থাকে স্থীর মেঘ মালার মত।

ছেন লিন হচ্ছেন চীনের মূল-ভূভাগের সংগীত ক্ষেত্রের আরেকজন বিখ্যাত শিল্পী। অনুরাগীরা তাকে খুবই পছন্দ করে। ২০০১ সালে তিনি তার পঞ্চম এলবাম প্রকাশিত হয়। এই এলবামে বিভিন্ন ধরনের স্টাইলের গান রয়েছে। তার নিজের স্টাইলও আন্তর্জাতিক। ব্রিটিশ স্টাইলে গাওয়া তার '১২ ধরনের রং'-এর গানটিতে। বৈচিত্র্যময় সুরের পাশা পাশি চমকে দেয়া ইলেক্ট্রনিক্সের ব্যবহার ছেন লিনের কন্ঠকে ছাপিয়ে দিয়ে তাকে আধুনিক স্টাইলের আন্তর্জাতিক ধারা সৃষ্টি করতে সাহায্য করেছে। আসুন, এখন শোনা যাক এই গানটি।
(সংগীত-৩)

গানের কথা হলঃ সে নতুন স্টাইলে চুল কেটেছে। টেলিফোনের নম্বরও পরিবর্তন করেছে। আবার কখোনো টেলিফোনের উত্তর দেয় না। এ নিয়ে আর ভাববার কোনো দরকার নেই। সব আবার শুরু হোক শুরু থেকেই। কিছু না হওয়ার মতোই মনে হয়। তুমি হচ্ছে তুমি। সে হচ্ছে সেই। খারাপ কথা বলার কি দরকার? আর ত্যাগের হিসেব করো না। যদিও ভালোবাসা এখন শুধুই ভালোবাসা। যদিও কোনো অনুভুতি নেই। তবুও এ নিয়ে আর ভাববার কোনো অবকাশ নেই।
1 2 3
|