চীনের ভূবিদ্যা অনুসন্ধান ব্যুরো সোমবার পেইচিংয়ে ঘোষণা করেছে , ছিংহাই-তিব্বত মালভূমির ভূবিদ্যার অনুসন্ধান থেকে জানা গেছে , এ মালভূমিতে তামা , লোহা , সীসা ও দস্তার মত চীনের অতি প্রয়োজনীয় খনিজ সম্পদের বিরাট মজুদ রয়েছে । এ অনুসন্ধান চালাতে ৩৪ কোটি ইউয়ান ব্যয় হয়েছে এবং ৭ বছর লেগেছে ।
পেইচিংয়ে অনুষ্ঠিত একটি সভায় চীনের ভূবিদ্যা অনুসন্ধান ব্যুরোর উপমহাপরিচালক চাং হুং থাও বলেছেন , অনুসন্ধানের মাধ্যমে ছিংহাই-তিব্বত মালভূমির ৬শ'রও বেশি স্থানে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ আবিষ্কার করা হয়েছে । তার মধ্যে লোহার মজুদ কয়েক বিলিয়ন টন হবে বলে আশা করা হচ্ছে ।
১৯৯৯ সাল থেকে চীন ছিংহাই-তিব্বত মালভূমির ভূবিদ্যা অনুসন্ধান কাজ শুরু করে । সেখানকার ভৌগোলিক অবস্থা খুবই জটিল বলে দীর্ঘদিন ধরে এ মালভূমি ভূবিদ্যা অনুসন্ধানের ক্ষেত্রে চীনের একমাত্র অকার্যকর স্থান ছিল ।
|