গত বছর চীন ও আরব দেশ সমূহের আর্থ-বাণিজ্যিক সম্পর্কের গভীর উন্নয়ন হয়েছে। সারা বছরের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমান প্রায় ৬৫.৫ বিলিয়ন মার্কিন ডলার। তা ২০০৫ সালের একই সময়ের চেয়ে ২৮ শতাংশ বেশী। এর মধ্যে চীনের আমদানী ৩৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
চীনের বাণিজ্যমন্ত্রণালয়ের ১২ ফেব্রুয়ারী প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, যন্ত্র ও বিদ্যুত্ কৌশল সংক্রান্ত দ্রব্য, উন্নত প্রযুক্তি এবং অতিরিক্ত মূল্যের দ্রব্যসহ চীনের রপ্তানি দ্রব্যের অনুপাত অব্যাহতভাবে বেড়েছে। চীন-আরব দ্বিপাক্ষিক বাণিজ্যিক প্রক্রিয়ায় সৌদী আরব ও সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি হিসেবে তার গুরুত্বপূর্ণ বাজার এখনও প্রধান ভুমিকা পালন করছে।
তাছাড়া, আরব দেশগুলো হচ্ছে চীনের শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক পুঁজি বিনিয়োগ উন্নয়নের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আরব দেশগুলো নতুন দফা বুনিয়াদী ব্যবস্থা নির্মাণ যুগে প্রবেশ করার পাশা পাশি, আরব দেশগুলোতে চীনের শিল্পপ্রতিষ্ঠানের টেলিযোগাযোগ, বিদ্যুত শক্তি ও বুনিয়াদী ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন অগ্রগতি হয়েছে।
|