v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-12 20:08:45    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/২/১২

cri
    ২০০৬ সালের এপ্রিল মাসে চীনের প্রথম আন্তর্জাতিক মানের সঙ্গে সংগতিপুর্ণ সিমফনি বাদ্যযন্ত্র বাজানো ক্ষেত্রের প্রতিভা সৃষ্টির বিশেষ সংস্থা --- চীনের কেন্দ্রীয় সঙ্গীত ইনস্টিটিউটের বাদক দল বিভাগ পেইচিংয়ে প্রতিষ্ঠিত হয়। এই বিভাগ প্রতিষ্ঠার ফলে আগে চীনের বাদ্যযন্ত্র শিক্ষা ক্ষেত্রে একক বাজানোর ওপর গুরুত্ব দেয়ার অবস্থা পরিবর্তিত হয়। ১২ ফেব্রুয়ারী বিজ্ঞান বিচিত্রা আসরে লিলু এই বাদক দল বিভাগ সম্পর্কে আপনাদের বলবেন।

    বসন্ত উত্সব চীনাদের সবচেয়ে বড় উত্সব। এ দিন সবাই বাড়িতে ফিরে যায়। পরিবারের সবাই একসঙ্গে নতুন বছরকে স্বাগত জানায় এবং বসন্ত উত্সব উদযাপন করে। বসন্ত উত্সবকালে পেইচিংয়ে থাকা বিদেশিরা কিভাবে সময় কাটান? তাদের এ উত্সব কেমন লাগে? ১৪ ফেব্রুয়ারী ভিন দেশির চোখে আসরে শুয়ে ফেই ফেই এ সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

    চীন ও আসিয়ানের অবাধ বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার পদক্ষেপ দ্রুততর করার পাশাপাশি দক্ষিণ-পশ্চিম চীনের কুয়াংশি উত্তর উপসাগরের অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন ও উন্মুক্ত দ্রুত করছে। ১৫ ফেব্রুয়ারী অর্থনীতির অগ্রযাত্রা আসরে আমি আপনাদের চীনের কুয়াংশি প্রদেশের উত্তর উপসাগরে নিয়ে যাবো।

    চীনের চেচিয়াং প্রদেশের নিংপো শহরের ছিছিচৌসিয়াং দক্ষিণ চীনের এক ছোট ব্যবসা প্রধান জেলা শহর। সিয়াও চুয়েন নামে এক সুন্দরী মেয়ে এখানকার এক ছোট দোকানে কাজ করে। ২০০৬ সালের জুন মাসের এক দিন এক রহস্যময় লোক চুপে চুপে সিয়াও চুয়েনের কাছে এগিয়ে আসেন। কি হয়েছে? লোকটা কে? কেন তিনি সিয়াও চুয়েনের অজ্ঞাতে তার কাছে এগিয়ে এসেছে? ১৬ ফেব্রুয়ারী কন্যা জায়া জননী আসরে চুং শাও লি এ সম্পর্কিত একটি রহস্যপূর্ণ গল্প আপনাদের শোনাবেন।

    বার্চের ছাল দিয়ে নৌকা তৈরী ও মাছের চামড়া দিয়ে পোষাক বানানোসহ হে চে জাতি মাছ ধরা ও শিকারের সঙ্গে সম্পর্কিত নানা রকম হস্তশিল্প বিকশিত করেছে। আজ হে চে জাতির বেশ কিছু লোক কৃষি কাজ শুরু করেছেন বা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তাহলে এই জাতির ঐতিহ্যিক হস্তশিল্প কি অব্যাহত থাকবে? ১৭ ফেব্রুয়ারী ওরা অনন্য আসরে থান ইয়াও খান ফু পরিবারের ভাইগণ ও হে চে জাতির হস্তশিল্প সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

    তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।