v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-12 19:13:27    
১২ ফেব্রুয়ারী ক্রীড়া খবর

cri

   

     ৩ ফেব্রুয়ারী রাতে এশীয় ক্রিকেট পরিষদের প্রাথমিক পর্যায়ের ক্রিকেট রেফারী ও কোচের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান চীনের খুনমিং শহরে অনুষ্ঠিত হয়েছে। এশীয় ক্রিকেট পরিষদের মহাপরিচালক হুক, চীনের জাতীয় ক্রীড়া ব্যুরোর ছোট খেলা বল কেন্দ্রের উপপরিচালক সুই চিছিয়াং ও প্রথম বিভিাগের পরিচালক সুই ওয়েহুং উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। সুই চিছিয়াং বলেছেন, ২০১০ সাল এশীয় গেমসে ক্রিক্ট খেলাও অন্তর্ভূক্ত হওয়ার সম্ভাবনা আছে।

   

    উদ্বোধনী অনুষ্ঠানে উপপরিচালক সুই চিছিয়াং এশীয় ক্রিকেট পরিষদের মহাপরিচালক হুক ও অস্ট্রেলিয়ার ক্রিকেট সমিতির কোচ প্রতিনিধি দলকে চীনের সমর্থন ও অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি একটি সুখবর দিয়েছেন যে, ১৬তম চীনের এশীয় গেমসের সাংগঠনিক কমিটির ক্রিকেটের ওপর দৃষ্টি আকৃষ্ট হয়েছে। সেজন্য ২০১০ সালের কুয়াংতং এশীয় গেমসে ক্রিকেট অন্তর্ভূক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    'খেলাধুলায় উত্তেজক ওষুধ সেবন নিষিদ্ধ চুক্তির' স্বাক্ষরকারী দেশগুলোর প্রথম সম্মেলন ৫ ফেব্রুয়ারী প্যারিসে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার সদর দফতরে অনুষ্ঠিত হয়েছে। ৪১টি স্বাক্ষরকারী দেশের প্রতিনিধিরা এবারের সম্মেলনে অংশ নিয়েছেন।

    তিন দিনব্যাপী সম্মেলনে বিশ্ব উত্তেজক ওষুধ বিরোধী সংস্থা বিশ্ব উত্তেজক ওষুধ বিরোধী চুক্তি বাস্তবায়ন সম্পর্কিত রিপোর্ট করেছে, ২০০৭ সালে নিষিদ্ধ উত্তেজক ওষুধের তালিকা অনুমোদিত হবে, চুক্তির তদন্ত কাঠামো ও খেলাধুলায় উত্তেজক ওষুধ নিষিদ্ধ তহবিলের পরিচালনা কাঠামোও যাচাই করা হবে।

    সম্মেলনে একজন চেয়ারম্যান, চারজন ভাইস চেয়ারম্যান ও একজন রিপোর্টার নির্বাচিত হন। রাশিয়ার ক্রীড়া ব্যুরোর মহাপরিচালক ভিয়াছেসলাভ ফেটিসোভ(Vyacheslav Fetisov) চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তিনি একজন আইস বল খেলোয়াড় ছিলেন। তিনি দুইবার অলিম্পিক গেমসের চ্যাম্পিয়ন এবং সাতবার বিশ্বচ্যাম্পিয়নশীপে চ্যাম্পিয়ন হয়েছেন। চীনের জাতীয় ক্রীড়া ব্যুরোর বিজ্ঞান ও শিক্ষা বিভাগের পরিচালক চিয়াং চিসুয়ে এবং স্পেন, জ্যামাইকা ও মোজাম্বিক থেকে তিনজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আলজেরিয়ার একজন রিপোর্টার নির্বাচিত হয়েছেন।

    ভিয়াছেসলাভ ফেটিসোভ মনে করেন, উত্তেজক ওষুধ সেবন নিষিদ্ধের একটি প্রধান পদ্ধতি হল প্রশিক্ষণ।

     ৫ ফেব্রুয়ারী মার্কিন অলিম্পিক কমিটির খবরে প্রকাশ, পেইচিং অলিম্পিক গেমস ২০০৮'র জন্য মার্কিন অলিম্পিক কমিটি পেইচিংয়ে একটি কর্মকেন্দ্র প্রতিষ্ঠা করেছে। যাতে এবারের অলিম্পিক গেমসে বিশ্বে প্রথম স্থান অব্যাহত রাখা নিশ্চিত করতে পারে।

    মার্কিন অলিম্পিক কমিটির খবরে প্রকাশ, মার্কিন প্রতিনিধি দলের কর্মকেন্দ্রের স্থান পেইচিং নর্মাল ইউনিভার্সিটি বিদ্যালয়ে নির্ধারিত হয়েছে। মার্কিন অলিম্পিক কমিটি মনে করে, পেইচিং নর্মাল ইউনিভার্সিটি তাঁর কর্মকেন্দ্র প্রতিষ্ঠার শর্তের সঙ্গে সংগতিপূর্ণ। মার্কিন অলিম্পিক কমিটির মহাপরিচালক জ্যামস শেলে নেতৃত্বাধীন একটি প্রতিধিনি দল ফেব্রুয়ারী মাসে চীন সফর করবেন এবং ১২ ফেব্রুয়ারী পেইচিং নর্মাল ইউনিভার্সিটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করবেন।

    ৫ ফেব্রুয়ারী, পেইচিং অলিম্পিক গেমস সাংগঠনিক কমিটি আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন ৫ ফেব্রুয়ারী পেইচিংয়ে "সমঝোতা স্মারকালিপি" স্বাক্ষর করেছে। দু'পক্ষ পেইচিং অলিম্পিক গেমস ২০০৮এর বক্সিং প্রতিযোগিতার নীতিতে একমত হয়েছে।

    আন্তর্জাতিক বক্সিং ফেডারেশনের চেয়ারম্যান উ চিংকুও স্বাক্ষর অনুষ্ঠানে বলেছেন, তিনি আন্তর্জাতিক বক্সিং ফেডারেশনের পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির কাজকে সমর্থন করে। পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির ভাইস নির্বাহী চেয়ারম্যান ইয়াং শুআন আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন পেইচিং অলিম্পিক গেমস এবং বক্সিং প্রতিযোগিতা প্রস্তুতি কাজের প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা করেছেন।

    উ চিংকুও বলেছেন, পেইচিং অলিম্পিক গেমসের বক্সিং প্রতিযোগিতা পেইচিং শ্রমিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন এ স্টেডিয়াম দেখে খুবই সন্তুষ্ট।

    ২০০৬ সালের শেষ দিকে অনুষ্ঠিত আন্তর্জাতিক বক্সিং ফেডারেশনের প্রতিনিধি সম্মেলনে উ চিংকুও চেয়ারম্যান নির্বাচিত হন। এবারের সফর হল আন্তর্জাতিক নতুন নেতৃবৃন্দের প্রথম আন্তরিক সফর।

    বিশ্ব পুরুষদের হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ ৪ ফেব্রুয়ারী জার্মানীর ক্রোনে শেষ হয়েছে। স্বাগতিক দেশ জার্মানী ফাইনালে ২৯:২৪ গোলে পোল্যান্ডকে পরাজিত করে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে।

    এদিন মোট ১৯হাজার জার্মান হ্যান্ডবল প্রেমী স্টেডিয়ামে এ প্রতিযোগিতা উপভোগ করেছেন। এটি হল ১৯৩৮ ও ১৯৭৮ সালের পর জার্মানী তৃতীয় বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া।

    এরআগে ডেনমার্ক ৩৪:২৭ গোলে ফ্রান্সকে পরাজিত করেছে। এটি হল ডেনমার্ক ৪০ বছর ধরে প্রথমে বিশ্বচ্যাম্পিয়নশীপে পদক লাভ করা।

    ৫ ফেব্রুয়ারী এ বছরের ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনালের টিকিট বিক্রী শুরু হয়েছে। টিকিটের দাম ৮০ থেকে ২০০ ইউয়ান পর্যন্ত।

    এবারের ফাইনাল ২৩ মে এথেন্সের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য। এ স্টেডিয়ামে ৬২হাজার ৮শো দর্শক আসন রয়েছে। এদিন শুধু ৯হাজার টিকিট বিক্রী করতে পারা গেছে। ৩৪হাজার টিকিট অংশগ্রহণকারী দু'টি ফুটবল ক্লাবের সমর্থনকারীদের কাছে বিক্রী করা হবে। অন্যান্য টিকিট ফুটবল পরিচালনা সংস্থা, সংগঠকরা, আর্থিক সাহায্যদান কারী ব্যবসায়ী সংগঠন ও গণমাধ্যমগুলোকে দেয়া হবে।

    এথেন্সে ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ কাপ ১৯৯৪ আয়োজনীয় হয়। এবারের ফাইনালে ইতালীর এসি মিলান ক্লাব ৪:০ গোলে স্পেনের বার্সেলোনায় ক্লাবকে পরাজিত করে।