শ্রীলংকার সামরিক সুত্র জানিয়েছে, তামিল টাইগারের একটি জাহাজ ১২ ফেব্রুয়ারী শ্রীলংকার নৌ বাহিনীর আঘাতের শিকার হলে কমপক্ষে তামিল টাইগারের আট জন সদস্য প্রাণ হারিয়েছে।
শ্রীলংকার রাষ্ট্রীয় নিরাপত্তা তথ্য কেন্দ্রের একটি বিবৃতিতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারী বিকাল ৪টা ৩০ মিনিটের কাছাকাছি সময় শ্রীলংকার নৌ বাহিনী তামিল টাইগারের দুটো জাহাজের উপর হামলা চালিয়েছে। তার পর দু'পক্ষের মধ্যে গড়াই শুরু হয়।
গত শব্দতীর আশি দশক থেকে শ্রীলংকার সরকারী বাহিনী আর তামিল টাইগারের মধ্যে লড়াই শুরু হয়। এখন পযর্ন্ত ৬০হাজারেও বেশী লোকের প্রাণহানি ঘটেছে। ২০০৫ সালের ডিসেম্বর থেকে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ তীব্রতর হয়ে উঠেছে।
|