গত বছরের শেষ দিকে চীনের ২৪টি প্রদেশের গ্রামাঞ্চলে জীবনের সর্বনিম্ন নিশ্চয়তা বিধান ব্যবস্থা চালু হয়েছে এবং ১ কোটি ৩০ লাখেরও বেশি লোককে জীবনের মৌলিক নিশ্চয়তা বিধান করা সম্ভব হয়েছে ।
১৯৯৭ সাল থেকে চীনের কোনো কোনো প্রদেশের গ্রামাঞ্চলে জীবনের সর্বনিম্ন নিশ্চয়তা বিধান ব্যবস্থা চালু করা হয় । কয়েকটি শিল্পোন্নত প্রদেশ পর পর " গ্রামাঞ্চলের জীবনের সর্বনিম্ন নিশ্চয়তা বিধান সংক্রান্ত বিধি" জারি করে আইনগতভাবে কৃষকদেরকে সামাজিক নিশ্চয়তা বিধান ব্যবস্থায় অন্তর্ভূক্ত করেছে ।
চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি জানিয়েছে , চীনের যেসব প্রদেশের গ্রামাঞ্চলে এখনো জীবনের সর্বনিম্ন নিশ্চয়তা বিধান ব্যবস্থা চালু হয় নি , সেসব প্রদেশে এ বছর যথাক্রমে এ ব্যবস্থা চালু হবে ।
|