চীনা কমিউনিস্ট পার্টির বৈদেশিক যোগাযোগ দফতরের মন্ত্রী ওয়াং চিয়া রুই ১২ ফেব্রুয়ারী পেইচিংয়ে বলেছেন , ক্রমবর্দ্ধমান চীন-জাপান সম্পর্কের ক্ষেত্রে নতুন প্রজ্ঞা ও শক্তি যোগানোর জন্যে চীন ও জাপানের রাজনৈতিক পার্টির সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে ।
সফররত জাপানের প্রতিরক্ষা বিভাগের প্রাক্তন মহাপরিচালক ফুকুশিরো নুকাগার সংগে সাক্ষাত করার সময় ওয়াং চিয়া রুই এ কথা বলেছেন । তিনি আরো বলেন , চীন ও জাপানের ক্ষমতাসীন পার্টির বিনিময় ব্যবস্থার অধীনে ইতোমধ্যে দুটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে । এটি চীন-জাপান সম্পর্কের উন্নয়ন ও বিকাশের জন্যে ইতিবাচক উদ্যোগ নিয়েছে এবং দুই দেশের বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক বিনিময় ও সহযোগিতার জন্যে রাজনৈতিক সমর্থন দিয়েছে । তিনি আশা প্রকাশ করে বলেছেন , দুই দেশের রাজনৈতিক পার্টি চীন-জাপান সম্পর্ক উন্নয়নের ঐতিহাসিক সুযোগকে কাজে লাগিয়ে দু' দেশের কৌশলগত ও পারস্পরিক কল্যাণমূলক সম্পর্ককে আরো সুসংহত করার ক্ষেত্রে নতুন অবদান রাখবে ।
নুকাগা বলেছেন , জাপান-চীন ক্ষমতাসীন পার্টির বিনিময় ব্যবস্থা দু' দেশের সম্পর্কের উন্নয়ন ও জোদারের ক্ষেত্রে নতুন গতিপথ সুগম করেছে ।
|