গত বছর, চীনের কৃষি দ্রব্যের আমদানী ও রপ্তানির পরিমান প্রায় ৬৩.৫ বিলিয়ন মার্কিন ডলার। তা ২০০৫ সালের একই সময়ের চেয়ে ১৩ শতাংশরও বেশী। এর মধ্যে আমদানীর পরিমান রপ্তানির চেয়ে ৬৭ কোটি মার্কিন ডলার বেশী।
১২ ফেব্রুয়ারী চীনের কৃষি মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।
এক পরিসংখ্যান দেখা গেছে, গত বছর, চীনের শর্ষ্যের আমদানী ও রপ্তানি ক্ষেত্রের ব্যবধান অনেক কমেছে। পশুপালন দ্রব্যের অভাব অব্যাহতভাবে বেড়েছে। উত্তর আমেরিকা, এশিয়া, দক্ষিণ আমেরিকা ও ইউরোপ এখনও চীনের কৃষি দ্রব্যের প্রধান আমদানী বাজার।
বিশ্ব বাণিজ্য সংস্থায় অন্তর্ভুক্ত হওয়ার পর, চীনের কৃষি দ্রব্যের আমদানী দ্রুত বেড়েছে। কৃষি দ্রব্যের আমদানী ও রপ্তানি বাণিজ্য উদ্বৃত্ত থেকে অভাব মেটানো সম্ভব হচ্ছে। আমদানীর চাপ এখনো অব্যাহত রয়েছে।
|