চীনের সিনহুয়া বার্তা সংস্থার ১২ ফেব্রুয়ারীর খবরে প্রকাশ , এক প্রাথমিক হিসাব থেকে জানা গেছে , ২০১০ সালে লানছিয়াং-মেকোং নদীর আন্তর্জাতিক নৌ পথে মাল পরিবহনের পরিমাণ ১৫ লাখ টন এবং যাত্রীদের সংখ্যা ৪ লাখে দাঁড়াবে ।
দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুন নান প্রদেশের যোগাযোগ বিভাগের মহাপরিচালক ইয়াং কুয়াং ছেং সম্প্রতি খুন মিংয়ে এ কথা জানিয়েছেন ।
জানা গেছে , লানছিয়াং-মেকোং নদীপথের সংস্কার ও নির্মাণের সংগে সংগে এ বছরের শেষ নাগাদ ভারী জাহাজগুলো স্বচ্ছন্দে ও নিরাপদে এ নৌপথে চলাচল করতে পারবে ।
উল্লেখ্য যে, লানছিয়াং-মেকোং নদী হচ্ছে একটি আন্তর্জাতিক নদী । চীনের ছিংহাই-তিব্বত মালভূমিই এর উত্পত্তি । এর দৈর্ঘ্য ৪ হাজার ৮৮০ কিলোমিটার । চীনের ইয়ুন নান প্রদেশের সিসুয়াংপাননা থেকে বেরিয়ে যাওয়ার পর লানছিয়াং নদীর নাম হয় মেকোং নদী । দৈর্ঘ্যের দিক থেকে এটি পৃথিবীর ষষ্ঠ বড় নদী ।
|