**শ্রেষ্ঠ দরিদ্র ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্য কুও তহবিল ১.৪ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে
হংকংয়ের রিয়েল এস্টেট ব্যবসায়ী কুও বিন সিয়ান প্রতিষ্ঠিত কুও তহবিল সম্প্রতি ১.৪ কোটি ইউয়ান বরাদ্দ দিয়ে মূলভূভাগের দুটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়---চেচিয়াং বিশ্ববিদ্যালয় ও নানচিন বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ দরিদ্র ছাত্রছাত্রীদের সাহায্য করেছে। যাতে তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।
তিনি অনুদান প্রদান অনুষ্ঠানে বলেছেন, পরবর্তীতে এই তহবিল থেকে দরিদ্র পরিবারের শ্রেষ্ঠ ছাত্রছাত্রীদেরকে আর্থিক সাহায্য দেয়া হবে।
২০০২ সালে কুও তহবিল প্রতিষ্ঠিত হয়। মূলভূভাগের সাতটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে এই তহবিল স্কলারশীপ গড়ে তুলেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার ছাত্রছাত্রী আট কোটি ইউয়ান আর্থিক সাহায্য পেয়েছে।
**চীন রাষ্ট্রীয় প্রযুক্তি সমর্থনের পরিকল্পনা চালু হয়েছে
চীনের রাষ্ট্রীয় প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা পরিকল্পনা ৯ ফেব্রুয়ারী চালু হয়েছে। বর্তমানে এই পরিকল্পনায় ১৪৭টি প্রকল্প চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় এ জন্য ৭.৩৫ বিলিয়ন আর্থিক সাহায্য দিয়েছে।
রাষ্ট্রীয় প্রযুক্তি সমর্থনের পরিকল্পনায় জ্বালানি সম্পদ, পরিবেশ,কৃষি,তৈরী শিল্প ,স্বাস্থ্য,উন্মুক্ত নিরাপত্তাসহ ১১টি খাত অন্তর্ভুক্ত হয়েছে। যাতে চীনের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য উন্নত প্রযুক্তি সমর্থন দেয়া যায়।
|