v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-12 15:26:59    
৫-১২ ফেব্রুয়ারী, ২০০৭

cri
চীন-শ্রীলংকা কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর বার্ষিকী

৭ ফেব্রুয়ারী চীন ও শ্রীলংকার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী। চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ও শ্রীলংকার প্রেসিডেন্ট মাহন্দা রাজাপাক্সা পরস্পরকে অভিনন্দন বানী পাঠিয়ে দু'দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী এবং চীন-শ্রীলংকা মৈত্রী বর্ষের উদযাপন করেছেন ।

অভিনন্দন বানীতে হু চিন থাও বলেছেন , চীন দু'দেশের ঐতিহ্যিক মৈত্রীর ওপর গুরত্ব দেয় , দু'দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর বার্ষিকী ও চীন-শ্রীলংকা মৈত্রী বর্ষ উপলক্ষে চীন শ্রীলংকার সঙ্গে উপকারিতামূলক সহযোগিতা আরো প্রসারণ করতে এবং দু'দেশের সহযোহিতামূলক অংশীদারী সম্পর্ককে আরো উন্নত করতে ইচ্ছুক ।

রাজাপাক্সা বানীতে বলেছেন , ৫০ বছরে দু'দেশ দীর্ঘস্থায়ী স্থিতিশীল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে । তিনি বিশ্বাস করেন শ্রীলংকা-চীন মৈত্রী বর্ষের উদযাপন অনুষ্ঠানের আয়োজন নিশ্চয়ই বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা ও যোগাযোগ ত্বরান্বিত করবে , দু'দেশের সার্বিক সহযোগিতামূলক অংশীদার সম্পর্ক আরো জোরদার করবে ।

চীনের কুয়াং চৌ থেকে নেপালের কাঠমুন্ডুতে বিমান লাইন চালু করেছে চীনের দক্ষিণাঞ্চলের বিমান কোম্পানি

চীনের দক্ষিণাঞ্চলের বিমান কোম্পানি সম্প্রতি চীনের দক্ষিনাঞ্চলের কুয়াং চৌ থেকে নেপালের কাঠমুন্ডুতে চলাচলকারী বিমান লাইন চালু করেছে।

বিমান লাইন সংক্রান্ত পরিকল্পনা অনুযায়ী, এ বিমান প্রত্যেক সপ্তাহের সোমবার ও শুক্রবার চলাচল করছে। এ বিমান লাইন চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুন মিং শহরের বাইরে গিয়ে বার্মা, ভারত এবং বাংলাদেশ থেকে অবেশেষে নেপালে পৌঁছে। এজন্য মোট ৩ হাজার ২০০ বর্গকিলোমিটার অতিক্রম হয় এবং প্রায় ৫ ঘন্টা সময় লাগে ।

জানা গেছে, চীনের দক্ষিণাঞ্চলের বিমান কোম্পানি আগামী মার্চ এবং সেপ্টেম্বর মাসে পৃথক পৃথকভাবে কুয়াং চৌ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং কুয়াং চৌ থেকে ভারতের দিল্লিতে দু'টি বিমান লাইন চালু করবে।

চীনের তিব্বত সম্পর্কিত আলোকচিত্র প্রদর্শনী ভারতে শুরু

৬ দিনব্যাপী চীনের তিব্বত সম্পর্কিত আলোকচিত্র প্রদর্শনী ৬ ফেব্রুয়ারী ভারতের সংস্কৃতিক শহর কলকাতার বির্লা শিল্প ও সংস্কৃতি একাডেমীতে শুরু হয়েছে ।

ভারত ও চীন মৈত্রী কমিশন , ভারতের বির্লা শিল্প ও সংস্কৃতি একাডেমী এবং ভারতে চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে এ প্রদর্শনী আয়োজিত হয়েছে । প্রায় ৩ শো আলোকচিত্রে তিব্বতী জনগণের জীবন ও তিব্বত সমতল ভূমির সুন্দর দৃশ্য সব উপভোগ করা যায় । ২০০৫ সালে চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের আমন্ত্রণে একশো দেশী বিদেশী ফটোগ্রাফার তিব্বতে গিয়ে এসব ছবি তুলেছেন ।

কলকাতা চীনের তিব্বত সম্পর্কিত আলোকচিত্র প্রদর্শনের তৃতীয় শহর । এ আলোকচিত্র প্রদর্শনী গত বছরের আগস্ট ও ডিসেম্বর মাসে ভারতের রাজধানী নয়াদিল্লী ও উত্তর অঞ্চলের চন্ডিগড় শহরে অনুষ্ঠিত হয়েছে এবং ভারতের বিভিন্ন মহলের প্রশংসা পেয়েছে ।

চীন করাচির আবর্জনা নিষ্কাশন সাহায্য করবে

চীনের একটি পরিবেশ সংরক্ষণ শিল্পপ্রতিষ্ঠান পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে আবর্জনা ব্যবস্থাপনা প্রকল্প নির্মাণে সাহায্য করবে। এখন সংশ্লিষ্ট চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে।

এই প্রকল্পের মোট পুঁজি প্রায় ১০ কোটি মার্কিন ডলার। শাংহাইয়ের শেনকোং পরিবেশ সংরক্ষণ লিমিটেড কোম্পানি প্রযুক্তিগত প্রস্তাব করেছে। এই কোম্পানির একজন কর্মকর্তা জানিয়েছেন, তাঁদের প্রযুক্তিগত প্রস্তাবে বর্তমান পরিবেশ সংরক্ষণের বিষয়টি প্রাধান্য পেয়েছে। সুনির্দিষ্ট বিয়ষবস্তুর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আবর্জনা নিষ্কাশন, কার্যকর পদার্থগুলোর পুনরায় প্রয়োগ, জৈব রাসায়নিক পদ্ধতিতে আবর্জনা দিয়ে জৈব সার প্রস্তুত করা, উত্পাদিত মিথেন-গ্যাস দিয়ে বিদ্যুত্ উত্পাদন করা ইত্যাদি।

পাকিস্তান-চীন সম্পর্ক ও চীনের অর্থনীতির উন্নয়নের ওপর শওকত আজিজের প্রশংসা

পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ ৯ ফেব্রুয়ারী ইসলামাবাদে বলেছেন, গত বছর চীনের প্রেসিডেন্ট হু চিনথাও'র পাকিস্তান সফরে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। এ সব সাফল্য কার্যকর করার জন্য, দু'দেশের বাণিজ্য, পুঁজি বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ছুই থিয়ানখাই'র সঙ্গে সাক্ষাত্কালে আজিজ বলেছেন, চীনের অর্থনীতির উন্নয়ন নিকটবর্তী দেশ ও বিশ্বের জন্য বিরল সুযোগ নিয়েছে। এবং বিশ্বের স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য ইতিবাচক ভুমিকা পালন করছে।

পাকিস্তান এ বছর চারটি আফগান শরণার্থী শিবির বন্ধ করবে

পাকিস্তান,আফগানিস্তান ও জাতিসংঘ শরণার্থী সংস্থা ৭ ফেব্রুয়ারী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সম্মেলনে নিরাপত্তার কারণে ২০০৭ সালে পাকিস্তান অভ্যন্তরে চারটি আফগান শরণার্থী শিবির বন্ধ করার কথা ঘোষণা করেছে।

পাকিস্তানস্থ জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রতিনিধি মাদাম গুনেট গুব্রে ক্রিস্টোস বলেছেন, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকার নিরাপত্তা হচ্ছে বিবেচনার প্রধান বিষয়। এর পাশাপাশি সংশ্লিষ্ট পক্ষের উচিত শরণার্থীদের মানবিক চাহিদা স্বীকার করা। যাতে এসব শরণার্থী শিবিরের আফগানদের নিরাপদ জায়গায় যাওয়ার প্রস্তাব দেয়া যায়।

পাকিস্তানের সীমান্ত বিষয়ক মন্ত্রী ইয়ার মুহাম্মাদ রিন্দ বলেছেন, চলতি বছরের ১৫ জুনের আগে দক্ষিণপশ্চিম বেলুচিস্তান প্রদেশে অবস্থিত দুটি শরণার্থী শিবির বন্ধ করে দেয়া হবে। উত্তরপশ্চিম সীমান্ত প্রদেশে অবস্থিত দুটি শরণার্থী শিবির চলতি বছরের ৩১ আগস্ট মাসের আগে বন্ধ হবে।

হিউয়েং সানের স্মৃতি ভবনের উদ্বোধনী অনুষ্ঠান ভারতে অনুষ্ঠিত হবে

৫ ফেব্রুয়ারী চীনের রাষ্ট্রীয় ধর্ম ব্যুরো সূত্রে জানা গেছে , চীন ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত বিখ্যাত পরিব্রাজক হিউয়েং সানের স্মৃতি ভবনের উদ্বোধনী অনুষ্ঠান ১২ ফেব্রুয়ারী ভারতে অনুষ্টিত হবে । চীনের রাষ্ট্রীয় ধর্ম ব্যুরোর একটি প্রতিনিধি দল এই অনুষ্ঠানে অংশ নেবে ।

হিউয়েং সানের স্মৃতি ভবন ভারতের উত্তর-পূর্বাংশের বিহার অঙ্গরাজ্যের নরলেন্দা অঞ্চলে অবস্থিত । গত শতাব্দির পঞ্চাশের দশকের মাঝামাঝি সময় দু'দেশের দুই প্রধানমন্ত্রী যৌথভাবে এই স্মৃতি ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। স্মৃতি ভবনটির আয়তন সাড়ে চার হেক্টর । ভেতরে একটি বড় ভবন আছে । গত শতাব্দির ষাটের দশকে নানা কারণে এই বড় ভবনের নির্মাণকাজ সম্পন্ন হয় নি। ২০০০ সালের পর হিউয়েং সানের স্মৃতি ভবনের মেরামত প্রকল্প দু'বার দু'দেশের সাংস্কৃতিক বিনিময় চুক্তিতে অর্ন্তভুক্ত হয়েছিল ।

ভারতের বিমান বাহিনী রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরাট বিমান আমদানি করবে

৯ ফেব্রুয়ারী ইন্ডিয়া টামমস সূত্রে জানা গেছে, ভারতের বিমান বাহিনীর স্টাফ প্রধান টিয়াকি বলেছেন, ভারতের বিমান বাহিনী রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিরাট বিমান আমদানি করবে।

তিনি ৮ ফেব্রুয়ারী ভারতের বাঙ্গালোরের আন্তর্জাতিক বিমান প্রদর্শনীতে বলেছেন, ভারতের বিমান বাহিনীর কাছে রাশিয়া ৪০টি সোভিয়েট ইউনিয়ন---৩০এমকিআই জঙ্গী বিমান বিক্রি করবে। তাছাড়া ভারতের বিমান বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের মার্টিন কোম্পানির সঙ্গে আলোচনা করছে। ভারতের ছয়টি সি-১৩০ পরিবহন বিমান আমদানির ইচ্ছা আছে।

তিনি আরো বলেছেন, ভারতের বিমান বাহিনী পরবর্তী দু'বছরে এক শোটি হেলিকপ্টার আমদানি করবে।

৮ ফেব্রুয়ারী পঞ্চম ছ'পক্ষীয় বৈঠকের তৃতীয় পর্যায়ের অধিবেশন পেইচিংয়ে শুরু হয়েছে ।

কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত পঞ্চম দফা ছ'পক্ষীয় বৈঠকের তৃতীয় পর্যায়ের সম্মেলন ১১ ফেব্রুয়ারী অব্যাহতভাবে পেইচিংয়ে অনুষ্ঠিত হচ্ছে। ছ'পক্ষীয় বৈঠকের তথ্য কেন্দ্রের খবরে প্রকাশ, এ দিন বিকালে প্রতিনিধিদলের নেতৃবৃন্দের অধিবেশন অনুষ্ঠিত হবার কথা।

ভোরে, ছ'পক্ষীয় বৈঠক সংক্রান্ত রাশিয়ার প্রতিনিধিদলেরনেতা আলেকজান্ডার লুসিউকভ বলেছেন, বর্তমানে বিভিন্ন পক্ষ উঃ কোরিয়াকে দেয় সাহায্যের পরিমান, সময়সীমা ও বিভিন্ন রূপ রেখাসহ সমস্যাগুলোর ব্যাপারে একমত হয়নি। এর পাশা পাশি তিনি বলেছেন, বৈঠকের সাফল্য আশা করা যায়। দঃ কোরিয়ার প্রতিনিধিদলের নেতা ছুন ইয়ং উ বলেছেন, বর্তমানে মূল সমস্যা হচ্ছে বিভিন্ন পক্ষ কিভাবে উঃ কোরিয়াকে পারমাণবিক অস্ত্রবিহীন ব্যবস্থার সঙ্গে সংগতিপূর্ণ পদক্ষেপ নিতে বাধ্য করবে। জাপানের প্রতিনিধিদলের নেতা কেনিছিরো সাসাই বলেছেন, ক্ষতিপূরণের ব্যাপারে উঃ কোরিয়ার অনুরোধ খুব বেশী। যদি উঃ কোরিয়া এ সব বিষয় বিবেচনা না করে, তাহলে চুক্তিতে পৌঁছানো খুব কঠিন।

ফাতাহ ও হামাস জাতীয় সরকার গঠনের বিষয়ে মতৈক্য পৌঁছেছে

ফাতাহ ও হামাস ৮ ফেব্রুয়ারী সৌদি আরবের মক্কায় এক চুক্তি স্বাক্ষর করেছে । উভয় পক্ষ জাতীয় সংযুক্ত সরকার গঠন , নতুন সরকারের রাজনৈতিক কর্মসূচী ও ফিলিস্তিন মুক্তি সংস্থার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে । কিন্তু চুক্তিতে ইসরাইলকে স্বীকৃতি দেয়ার কোন কথা উল্লেখ করা হয় নি ।

মক্কা চুক্তিতে জাতীয় সংযুক্ত সরকার গঠনের নীতি ও নতুন সরকারের মন্ত্রীদের আসন বন্টন পদ্ধতি উল্লেখ করা হয়েছে এবং আগে ইসরাইলের সঙ্গে ফিলিস্তিন মুক্তি সংস্থার স্বাক্ষরিত চুক্তিসমূহ স্বীকৃতি দেয়ার জন্য নতুন সরকারকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে । অন্য খবরে প্রকাশ , চূক্তিতে আরো লিপিবদ্ধ করা হয়েছে যে , ইসরাইলের সঙ্গে আলোচনা করার জন্য ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নেতৃত্ব দেবেন । হামাসের নেতৃত্বাধীন সশস্ত্র শক্তি ফাতাহ'র নেতৃত্বাধীন ফিলিস্তিন নিরাপত্তা বাহিনীতে অন্তর্ভুক্ত হবে ।

ইরান তার পরমাণু কার্যক্রম পরিত্যাগ করবে না : ইরানী প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাহম্মদ আহমেদিনেজাদ ১১ ফেব্রুয়ারী তেহরানে বলেছেন , ইরান আন্তর্জাতিক নিয়মকানুনের কাঠামোয় পশ্চিমা দেশগুলোর সংগে পরমাণু সমস্যা নিয়ে আলোচনা চালাতে ইচ্ছুক । তবে ইরান তার পরমাণু কার্যক্রমে অবিচল থাকবে । ১১ ফেব্রুয়ারী তেহরানের কেন্দ্রস্থলে আজাদী মহাচত্বরে আয়োজিত ইরানের ইসলামী বিপ্লবের বিজয়ের ২৮তম বার্ষিকী উদযাপনী জনসমাবেশে ভাষণ দেয়ার সময় আহমেদিনেজাদ আরো বলেন , পরমাণু কার্যক্রম পরিত্যাগ করা ইরানের অপমানের শামিল । তিনি বলেন , ১১ ফেব্রুয়ারী থেকে এপ্রিল পর্যন্ত ইরান পর পর পরমাণু কার্যক্রম উন্নয়নের ক্ষেত্রে তার সাফল্য প্রকাশ করবে । তিনি আরো বলেন , ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা ইরানী জনগণের সংহতিকে বানচাল করতে পারবে না ।