|
|
(GMT+08:00)
2007-02-11 19:31:45
|
ইরান তার পরমাণু কার্যক্রম পরিত্যাগ করবে না : ইরানী প্রেসিডেন্ট
cri
ইরানের প্রেসিডেন্ট মাহম্মদ আহমেদিনেজাদ ১১ ফেব্রুয়ারী তেহরানে বলেছেন , ইরান আন্তর্জাতিক নিয়মকানুনের কাঠামোয় পশ্চিমা দেশগুলোর সংগে পরমাণু সমস্যা নিয়ে আলোচনা চালাতে ইচ্ছুক । তবে ইরান তার পরমাণু কার্যক্রমে অবিচল থাকবে ।
১১ ফেব্রুয়ারী তেহরানের কেন্দ্রস্থলে আজাদী মহাচত্বরে আয়োজিত ইরানের ইসলামী বিপ্লবের বিজয়ের ২৮তম বার্ষিকী উদযাপনী জনসমাবেশে ভাষণ দেয়ার সময় আহমেদিনেজাদ আরো বলেন , পরমাণু কার্যক্রম পরিত্যাগ করা ইরানের অপমানের শামিল । তিনি বলেন , ১১ ফেব্রুয়ারী থেকে এপ্রিল পর্যন্ত ইরান পর পর পরমাণু কার্যক্রম উন্নয়নের ক্ষেত্রে তার সাফল্য প্রকাশ করবে ।
তিনি আরো বলেন , ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা ইরানী জনগণের সংহতিকে বানচাল করতে পারবে না ।
|
|
|