|
|
(GMT+08:00)
2007-02-11 19:30:40
|
চীনের টেকসইউন্নয়ন সংক্রান্ত সারসংকলনের বই প্রকাশিত হয়েছে
cri
' চীনের টেকসই উন্নয়নের সাধারণ কর্মসূচী' নামক এই বই ১১ ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। এটা হল চীনের টেকসই উন্নয়নের সার্বিকসারসংকলনের একটি বড় আকারের বহুতত্যযুক্ত বই। চীনের প্রাসঙ্গিক নীতিপন্থা প্রণয়নের জন্য এই বই নানা দিক সম্পর্কে পরামর্শ দিতে পারবে। ১ কোটি ৩৫ লাখ শব্দের এই বই দু'বছরের একটু বেশী সময়ের মধ্যে সম্পাদিত হয়েছে। চীনের প্রাসঙ্গিক ক্ষেত্রের ১৮০ জনেরও বেশী বিশেষজ্ঞ এই বইএর সম্পাদনায় অংশ নিয়েছেন। বইতে জনসংখ্যা, সম্পদ, পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং প্রাকৃতিক দুযোর্গ সহ বিভিন্ন দিক থেকে চীনের টেকসই উন্নয়নের অবস্থা ব্যাখ্যা করা হয়েছে। এই বইতে বলা হয়েছে, আগামী ৫০ বছরে চীনের টেকসই উন্নয়নের মান বিশ্বের মধ্য শ্রেণীর উন্নত দেশগুলোর টেকসই উন্নয়নের মানে উন্নীত হবে।
|
|
|