জার্মানসফররত চীনের অর্থ মন্ত্রী চিন রেন ছিন ১০ ফেব্রুয়ারী এক সাক্ষাতকারে বলেছেন, চীনের অর্থনৈতিক উন্নতি বিশ্বব্যাপী অর্থনীতির ভারসাম্যহীনতা অবসানের ব্যাপারে অবদান রেখেছে। আমন্ত্রণক্রমে চিন রেন ছিন সাতটি পশ্চাত্যগোষ্ঠির অর্থ মন্ত্রী এবং চীন, ভারত , ব্রাজিল , দক্ষিণ আফ্রিকা, রাশিয়া ও মেক্মিকোর অর্থমন্ত্রীগণসংলাপ অধিবেশনে যোগ দিয়েছেন। তিনি এবং চীনের কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর চোও শিও ছুয়েন সাতটি পশ্চাত্যগোষ্ঠির অর্থ মন্ত্রীদের সঙ্গে আলাপ করেছেন। সাংবাদিকদের দেয়া এক সাক্ষাত্কারে চিন রেন ছিন বলেছেন, বিশ্বব্যাপী অর্থনীতির ভারসাম্যহীনতা হচ্ছে বতর্মানে বিশ্ব অর্থনীতির সম্মুখীন অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। উন্নত দেশগুলোর অভ্যন্তরীণ অর্থনৈতিক কাঠামোর দূবর্লতা ও অযুক্তিযুক্ত আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থাপনা কাঠামো বিশ্বব্যাপী অর্থনীতির ভারসাম্যহীনতা সৃষ্টির প্রধান কারণ।
চিন রেন ছিন ব্যাখ্যা করে বলেছেন, গত বছরে চীনের অর্থনীতির সুষ্ঠু উন্নতি হয়েছে। চীনের অর্থনৈতিক উন্নতি বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধিকেত্বরান্বিত করবে।
|