এ বছর চীনের কুয়াং সি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চল ২০ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করে একটি সুগম যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবে , যাতে সুবিধাজনক স্থল ও নৌ পথ দিয়ে চীনের চু চিয়াং নদীর বদ্বীপ অর্থনৈতিক অঞ্চল ও আসিয়ানের বিশাল বাজারের ব্যবধান কমিয়ে আনা যায় ।
কুয়াং সি স্বায়ত্তশাসিত অঞ্চলের সহকারী গভনর ছেন উ সম্প্রতি বলেছেন , কুয়াং সি অঞ্চলের উদ্যোগে এ বিশাল আন্তর্জাতিক স্থল ও নৌ পথ নির্মাণের লক্ষ্য হচ্ছে চীন ও আসিয়ানের মধ্যে লোকজন , পণ্য ও পুঁজির বিনিময় সম্প্রসারণ করা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য , পুঁজি বিনিয়োগ ও প্রযুক্তিবিদ্যার সহযোগিতার মান উন্নত করা ।
জানা গেছে , গত বছরের শেষ দিকে কুয়াং সি অঞ্চলের সড়কের মোট দৈর্ঘ্য ৯০ হাজার কিলোমিটার ছাড়িয়ে গেছে । তার মধ্যে হাইওয়ের দৈর্ঘ্য ১ হাজার ৫৪৭ কিলোমিটারে দাঁড়িয়েছে । রেলপথ নির্মাণের ক্ষেত্রে এ বছর কুয়াং সি অঞ্চল নান নিং থেকে ফাং ছেং কাং পর্যন্ত রেলপথের ডাবল লাইন নির্মাণের কাজ দ্রুততর করার পাশাপাশি এবং নান নিং ও কুয়াং চৌয়ের মধ্যে দ্রুতগামী রেলপথ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে , যাতে উপকূলীয় বন্দরের রেলপথের পরিবহন ক্ষমতা বৃদ্ধি করা যায় ।
|