চীনের উপ পররাষ্ট্র মন্ত্রী তেই পিন কুও ৯ ফেব্রুয়ারী বলেছেন, বিভিন্ন পক্ষের সদিচ্ছা দেখানো হলে কেবল ' চতুর্থ দফা ছ'পক্ষীয় বৈঠকের মিলিত বিবৃতি' কার্যকর করা সম্ভবহবে এবং ছ'পক্ষীয় বৈঠক পুনরায় অনুষ্ঠানের উদ্যাগে অগ্রগতি অর্জিত হতে পারে । কোরীয় উপ দ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত পঞ্চম দফা ছ'পক্ষীয় বৈঠকের তৃতীয় পর্যায়ের অধিবেশনে অংশ গ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধি দলের নেতাদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেছেন । তিনি আরও বলেছেন, বাস্তবতা থেকে প্রমাণিত হয়েছে, ছ'পক্ষীয় বৈঠক হচ্ছে কোরীয় পরমাণু সমস্যার সমাধানের একটি কাযর্কর সংস্থা। ছ'পক্ষীয় বৈঠক পুনরায় অনুষ্ঠানের জন্য চীন যে গঠনমূলক প্রচেষ্টা চালিয়ে এসেছে বিভিন্ন পক্ষের প্রতিনিধি দলের নেতারা তার ভূয়সী প্রশংসা করেছেন।
আরেকটি খবরে বলা হয়েছে, মার্কিন প্রতিনিধি দলের নেতা ক্রিস্টোফার হিল ৯ ফেব্রুয়ারী বলেছেন, বিভিন্ন পক্ষ ইতোমধ্যেই কিছুটা মতৈক্যে পৌছাতে সক্ষমহয়েছে। কিন্তু কোন কোন অগুরুত্বপূর্ণ বিষয়ে এখনও মতভেদ বিদ্যমানরয়েছে। রাশিয়ার প্রতিনিধি দলের নেতা আলেক্সজান্ডার নোসিউ বলেছেন, শান্তিপূর্ণ আলোচনা কোরীয় পরমানু সমস্যার এক মাত্র পদ্ধতি।
|