পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ ৯ ফেব্রুয়ারী ইসলামাবাদে বলেছেন, গত বছর চীনের প্রেসিডেন্ট হু চিনথাও'র পাকিস্তান সফরে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। এ সব সাফল্য কার্যকর করার জন্য, দু'দেশের বাণিজ্য, পুঁজি বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ছুই থিয়ানখাই'র সঙ্গে সাক্ষাত্কালে আজিজ বলেছেন, চীনের অর্থনীতির উন্নয়ন নিকটবর্তী দেশ ও বিশ্বের জন্য বিরল সুযোগ নিয়েছে। এবং বিশ্বের স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য ইতিবাচক ভুমিকা পালন করছে।
তিনি বলেছেন, গত বছর চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম সংক্রান্ত পেইচিং শীর্ষ সম্মেলনে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। বর্তমানে প্রেসিডেন্ট হু চিনথাও আফ্রিকায় সফর করছেন। তা অধিকতরভাবে প্রমান করেছে যে, চীন অন্য উন্নয়নমুখী দেশগুলোর উন্নয়নের ওপর মনোযোগ দেয়, সত্যিকারভাবে উন্নয়নমুখী দেশগুলোকে সাহায্য করতে এবং আন্তর্জাতিক মঞ্চে ইতিবাচক ভুমিকা পালন করতে ইচ্ছুক। পাকিস্তান তার প্রশংসা করে।
|