চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইউ ৯ ফেব্রুয়ারী পেইচিংয়ে বলেছেন, ফিলিস্তিনের বিভিন্ন দল মক্কা চুক্তি স্বাক্ষর করায় চীন স্বাগত জানিয়েছে ।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহম্মুদ আব্বাস, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া এবং হামাসের চেয়ারম্যান খালেদ মেশালের সঙ্গে ৮ ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে মক্কা চুক্তি স্বাক্ষর করে জাতীয় যৌথ সরকার প্রতিষ্ঠা, নতুন সরকারের রাজনৈতিক কার্যক্রম এবং ফিলিস্তিনের জাতীয় সংস্থার পুনর্গঠন নিয়ে একমত হয়েছেন ।
এ প্রসঙ্গে চিয়াং ইউ বলেছেন, চীন ফিলিস্তিনের বিভিন্ন দলের জাতীয় ঐকমত্য ও সমঝোতা প্রচেষ্টাকে সমর্থন করে এবং মক্কা চুক্তির স্বাক্ষরের জন্য স্বাগত জানায় । তিনি সৌদি আরব, মিশরসহ আরব দেশগুলোর ইতিবাচক ভুমিকাও প্রশংসা করেছেন । চীন আশা করে ফিলিস্তিনের যৌথ সরকার যত তাড়াতাড়ি সম্ভব প্রতিষ্ঠিত হবে এবং ফিলিস্তিন ও ইস্রাইলের মধ্যে শান্তি বৈঠক পুনরায় শুরু হবে ।
|