ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেই ৮ ফেব্রুয়ারী তেহরানে ইরানের বিমান বাহিনীর সেনানায়কদের উদ্দেশ্যে দেয়া এক বক্তৃতায় বলেছেন , ইরান আক্রমণের শিকার হলে সার্কিকভাবে প্রতিশোধ নেবে ।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন কেন্দ্রের খবরে প্রকাশ ,
খামেনেই বলেছেন যে , বিশ্বজুড়ে স্বার্থসহ আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়া হবে । মার্কিন নেতৃবৃন্দ ও বিশ্লেষকদের বুঝতে হবে যে , ইরানী জনগণ আক্রমণকারীদের সামনে নীরবতা পালন করতে পারবে না ।
ইরানের গোয়েন্দা মন্ত্রী মোহসেনি এজেয়ে এ দিন এই মত প্রকাশ করেছেন যে , এ পর্যন্ত সীমান্ত অঞ্চলে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য গোয়েন্দাগিরিতে নিয়োজিত ১ শোজন গুপ্তচরকে চিহ্নিত করেছে । তিনি বলেছেন , এই সব গুপ্তচর ইরানের রাজনৈতিক ও সামরিক তথ্য সংগ্রহ করার অপচেষ্টা চালাচ্ছে । তারা ইরানের গোয়েন্দা বিভাগের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে রয়েছে ।
|