কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত পঞ্চম দফার ছ' পক্ষীয় বৈঠকের তৃতীয় পর্যায়ের সম্মেলন ৯ ফেব্রুয়ারী পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকালে ছ' পক্ষীয় বৈঠকের প্রতিনিধি দলের নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর পর, চীন-উত্তর কোরিয়া এবং চীন-রাশিয়ার প্রতিনিধি দল পৃথক পৃথকভাবে দ্বিপক্ষীয় বৈঠক করে।
দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের প্রধান ছুন ইয়ং উও বলেছেন, এদিন তিনি মার্কিন প্রতিনিধি দলের প্রধানক্রিস্টোফার হিলের সঙ্গে বৈঠক করেছেন। দু'পক্ষ এবারের বৈঠক ত্বরান্বিত করার জন্য মত বিনিময় করেছে এবং মতৈক্য পৌঁছেছে। তবে পূর্ণাঙ্গ বৈঠক থেকে বুঝা যায় যে, কিছু কিছু মতভেদ থাকায় দক্ষিণ কোরিয়া এর জন্য আরও প্রচেষ্টা চালাচ্ছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের প্রধান ছুন ইয়ং উও এবং জাপানের প্রতিনিধি দলের প্রধান সাসায়ে কেনিছিরি পৃথক পৃথকভাবে বলেছেন, " ১৯ সেপ্টেম্বরের যৌথ প্রস্তাবের" বাস্তবায়ন করা হচ্ছে এবারের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়। এখন বিভিন্ন পক্ষ ৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় চীনের প্রকাশিত মতৈক্য প্রস্তাবের খসড়া দেখা শুরু করেছে।
|