চীনের বেসরকারী অর্থনৈতিক গবেষণা কেন্দ্রের পরিচালক বাও ইয়ু ইয়ুন ৯ ফেব্রুয়ারী পেইচিংয়ে বলেছেন, গত দু'বছরে চীনের বেসরকারী শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা দ্রুতভাবে বেড়েছে। গত বছরের শেষ নাগাদ পর্যন্ত বেসরকারী শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল প্রায় ৫০ লাখ।
তিনি চীনের বেসরকারী শিল্পপ্রতিষ্ঠানের তদন্ত রিপোর্ট প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বলেছেন, পরিসংখ্যান সূত্রে জানা গেছে, ২০০৬ সাল পর্যন্ত চীনের ব্যক্তিগত ব্যবসায়ী ও বেসরকারী শিল্পপ্রতিষ্ঠানে কাজ করা লোকের সংখ্যা ছিল ১৩ কোটি। এ সংখ্যা হচ্ছে চীনের নগরে কাজ করা লোকদের ৫০ শতাংশ। বেসরকারী শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ধাপে ধাপে বেড়েছে, বিক্রির আয়ও দ্রুতভাবে উন্নত হয়েছে। বেসরকারী শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে বেশির ভাগ তৈরী শিল্প ও খুরচা-বিক্রির শিল্প। বাজারের উন্নয়নে কিছু বেসরকারী শিল্পপ্রতিষ্ঠান জ্বালানি সম্পদ, অর্থ ও উন্মুক্ত স্থাপনাসহ বিভিন্ন বুনিয়াদী ক্ষেত্রে প্রবেশ করেছে। উল্লেখ্য, ১০ শতাংশ বেসরকারী শিল্পপ্রতিষ্ঠান বিদেশের শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ-মালিকানা ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলেছে।
|