v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-09 10:55:09    
চীনে নতুন গ্রামাঞ্চলের নির্মাণকাজ সুষ্ঠুভাবে বিকশিত হচ্ছে

cri
    ২০০৬ সালে চীনে কৃষকরা ফলনপ্রাচুর্য পাওয়ার পাশাপাশি নতুন গ্রামাঞ্চলের নির্মাণকাজে সাফল্য অর্জন করেছেন । আজ এই অনুষ্ঠানে চীনের কৃষকদের আনন্দ ও ভবিষ্যতমুখী আশা-আকাংক্ষা সম্পর্কে আপনাদের কিছু বলছি আমি…

    ৪৩ বছর বয়স্ক লিউ হোং ওয়ে উত্তর- পূর্ব চীনের হেইলুংচিয়াং প্রদেশের সিংশিশি গ্রামের একজন কৃষক । তিনি ভুট্টা ও সয়াবিন চাষ করেন । যান্ত্রিক জলসেচ বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের সাহায্যে গত কয়েক বছরে তিনি একটানা ফলনপ্রাচুর্য লাভ করেছেন । গত বছর খাদ্য শস্যের উত্পাদনের পরিমাণ আরো বেশি বেড়ে যাওয়ায় তিনি খুব খুশি হয়েছেন ।

    গত বছর তিনি ৮০ হেক্টর জমিতে ভুট্টা ও সয়াবিন চাষ করেছেন । প্রতি হেক্টর জমিতে সয়াবিনের উত্পাদনের পরিমাণ আড়াই টন আর ভুট্টা সাড়ে ৭ টনে দাঁড়িয়েছে ।

    গত বছর সিংশিশি গ্রামে সড়ক নির্মাণ করা হয়েছে , বৈজ্ঞানিক কার্যক্রম অনুযায়ী , গ্রামের বুনিয়াদি নির্মাণকাজ চালানো হয়েছে এবং দরিদ্র কৃষক পরিবারের শিশুরাও লেখাপড়া করতে পারছে । গত বছর পশ্চিম চীনের গ্রামাঞ্চলে ন'বছর মেয়াদী বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা চালু হওয়ায় পাঠ্যপুস্তক ছাড়া ছেলেমেয়েদের যাবতীয় ফি মওকুফ করা হয়েছে । এতে গ্রামাঞ্চলের ৫ কোটি ছাত্রছাত্রী উপকৃত হয়েছে ।

    এই সব পরিবর্তনের মূলে রয়েছে কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন স্তরের সরকারের কৃষিকে সমর্থন ও কৃষকদের অগ্রাধিকার দেয়ার নীতির প্রবর্তন । এই ক্ষেত্রে চীন সরকার বেশ কিছু বাস্তব ব্যবস্থা চালু করেছে ।

    সর্বপ্রথমে চীন গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে আর্থিক সাহায্য জোরদার করেছে । চীনের অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে , গত বছর গ্রামাঞ্চল ও কৃষকদের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বাজেট ৪২.২ বিলিয়ন ইউয়ান বেড়ে ৩৩৯.৭ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে । এই সব অর্থ বরাদ্দ প্রধানতঃ প্রধান খাদ্য শস্য উত্পাদনকারী অঞ্চলগুলোকে সহায়তা প্রদানের ব্যাপারে ব্যবহার করা হবে । যাতে উন্নত মানের বীজ ও আরো সর্বাধুনিক কৃষি যন্ত্রপাতি কেনার জন্য কৃষকদের সাহায্য দেয়া যায় । এ বছর গ্রামাঞ্চলে বিশুদ্ধ পানি ও বুনিয়াদি ব্যবস্থার নির্মাণকাজের সমস্যা নিষ্পত্তি করার জন্য কেন্দ্রীয় ও স্থানীয় সরকার আরো বড় অংকের অর্থ বরাদ্দ বাড়াবে । চীন সরকার এই মত প্রকাশ করেছে যে , এবছর থেকে গ্রামাঞ্চলে ন'বছর মেয়াদী বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থাভোগী সকল ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক ছাড়া অন্য সকল ফি মওকুফ করা হবে । পরবর্তী তিন বছরে সমগ্র দেশে গ্রামীণ সহযোগিতা চিকিত্সার নতুন ব্যবস্থা চালু করা হবে । তা ছাড়া চীনের রাষ্ট্রীয় পরিষদের উদ্যোগে শহরে কর্মরত গ্রামীণ শ্রমিকদের ন্যায়সংগত অধিকার সুরক্ষা সংক্রান্ত নিয়মবিধিও প্রণয়ন করা হবে ।

    উল্লেখযোগ্য যে , ২০০৬ সালের শুরুতে চীনে গত ২ হাজার ৫ শো বছর ধরে চালু হওয়া কৃষি কর আদায় সংক্রান্ত ব্যবস্থা তুলে নেয়া হয়েছে । এ প্রসঙ্গে চীনের সমাজ বিজ্ঞান একাডেমীর কৃষি উন্নয়ন গবেষণাগারের অধ্যাপক হু পি লিয়াং বলেছেন ,

    ২০০০ সাল থেকে চীনে সার্বিকভাবে কৃষি কর ব্যবস্থা বাতিল করার ব্যাপারে সংস্কার চালানো হয়েছিল । কৃষি কর আদায়ের ক্ষেত্র ক্রমাগত হ্রাস পাওয়ার পাশাপাশি চীনের কৃষকরা বিপুল স্বার্থ লাভ করেছেন । ১৯৯৯ সালের তুলনায় সার্বিকভাবে কৃষি কর আদায় ব্যবস্থা বাতিল করার পর চীনের কৃষকদের বার্ষিক ভার ১২৫ বিলিয়ন রেন মিন পি কমে গেছে , অর্থাত্ কৃষকদের মাথাপিছু ভার ১৪০ ইউয়ান কমেছে ।

    তবু চীনে ৯৫ কোটি গ্রামীণ জনসংখ্যা আছে । নতুন গ্রামাঞ্চলের নির্মাণকাজে সুফল লাভ করা সত্ত্বেও গ্রামাঞ্চলের আরো বেশ কিছু সমস্যা সমাধান করতে হবে ।

    বর্তমানে চীনের আংশিক গ্রামাঞ্চলে গ্রামীণ সহযোগিতা চিকিত্সা বিষয়ক নতুন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে । এই ব্যবস্থা অনুযায়ী, চিকিত্সা তহবিল স্থাপনের জন্য কৃষক , অঞ্চলিক সরকার ও কেন্দ্রীয় সরকারের নিজ নিজ যথাযথভাবে টাকা পয়সা জমা দেয়া উচিত । এ পর্যন্ত ২০ কোটি কৃষক এই ব্যবস্থায় অংশ নিয়েছেন । গ্রামীণ সহযোগিতা চিকিত্সার নতুন ব্যবস্থা চালু হওয়ায় কৃষকদের চিকিত্সার সমস্যার কিছুটা সমাধান হয়েছে এবং কৃষকদের ভোগযোগ্য মৌলিক চিকিত্সার পরিসেবা নিশ্চিত করা হয়েছে । কিন্তু এ পর্যন্ত এই ব্যবস্থা শুধু চীনের ৪০ শতাংশ গ্রামাঞ্চলে চালু রয়েছে ।

    ৬০ বছরের বেশি বয়স্ক তুং ফুং ইউ ও তার স্ত্রী শি সু চ্যুন উত্তর- পূর্ব চীনের চিলিন প্রদেশের সুং চিয়া গ্রামে থাকেন । তাদের গ্রামে এ পর্যন্ত গ্রামীণ সহযোগিতা চিকিত্সার নতুন ব্যবস্থা প্রবর্তন করা হয় নি । তিনি সংবাদদাতাকে বলেছেন , চিকিত্সা সমস্যা এখনো তাদের বড় একটি চিন্তার বিষয় ।

    চীনে কৃষকদের চিকিত্সার জন্য বহু খরচ হয় । ২০০১ সালে তার স্ত্রী হৃদরোগে আক্রান্ত হন । চিকিত্সা গ্রহণের জন্য তারা ২০ হাজার ইউয়ানেরও বেশি খরচ করেছেন ।

    তুং ফুং ইউ কৃষকদের চিকিত্সার ওপর খুব গুরুত্ব দেন । তিনি এই সমস্যাকে কৃষকদের বীমা ব্যবস্থার একটি প্রধান অংশ বলে মনে করেন । এই সমস্যা মোকাবেলা করার জন্য চীনের সমাজ বিজ্ঞান একাডেমীর কৃষি উন্নয়ন গবেষণাগারের অধ্যাপক হু পি লিয়াং প্রস্তাব করেন যে , চীনের কৃষকরা যাতে প্রকৃতভাবে চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষার মৌলিক পরিসেবা ভোগ করতে পারেন , সেজন্য চীন সরকার গ্রামীণ বীমা ব্যবস্থা পূর্ণাঙ্গ করে তোলার জন্য আরো বেশি অর্থ বরাদ্দ করবে।

    গ্রামাঞ্চলে গণ পরিসেবা ব্যবস্থা গড়ে তুলতে হলে সরকারের অর্থ বরাদ্দের প্রয়োজন ।

    পূর্ব চীন ও পশ্চিম চীনে গ্রামাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের ব্যবধানও বর্তমানে চীনের একটি বড় সমস্যা বলে মনে করা হচ্ছে । পূর্ব চীনের উপকূলীয় অঞ্চলের কৃষকদের মাথাপিছু বার্ষিক আয় পশ্চিম চীনের দরিদ্র অঞ্চলের চেয়ে দ্বিগুণ । চীনের কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা চৌ ইং হুয়া বলেছেন , এই সমস্যা মোকাবেলা করার জন্য কৃষি মন্ত্রণালয় একটি কার্যক্রম প্রণয়ন করেছে এবং বিভিন্ন দিক থেকে পশ্চিম চীনের অনুন্নত অঞ্চলকে ব্যাপকভাবে সহায়তা দেবে।