চীনের যন্ত্রপাতির জন্মস্থান উত্তরপূর্ব চীনের শেনইয়াং শহরে রয়েছে শেন ইয়াং প্রথম যন্ত্রপাতি কারখানা । এ কারখানা ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে । নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর, এ কারখানা চীনের ১৫৬টি গুরুত্বপূর্ণ প্রকল্পের অন্যতম । কারখানায় শ্রমিকের সংখ্যা ৩১০১ জন, এদের মধ্যে প্রযুক্তি কর্মীর সংখ্যা ৫০১ জন । কারখানাটি দুই ভাগে দু'টি অংশ নিয়ে গঠিত হয়েছে । ১৯৮৫ সালে ২৬ কোটি ইউয়ান পুঁজি বিনিয়োগ করে কারখানায় চীনের গুণগতমানের প্রিন্টিং কেন্দ্র নির্মাণ এবং একটি আধুনিক কারখানা এলাকা গঠন করেছে এবং ধারাবাহিক আধুনিক যন্ত্রপাতি স্থাপন করেছে । কারখানার মোট আয়োতন ৪.২ লাখ বর্গমিটার । শেন ইয়াং প্রথম যন্ত্রপাতি কারাখানা হচ্ছে শেনইয়াং যন্ত্রপাতি লিমিডেট কোম্পানির নেতৃত্বাধীন একটি কোম্পানি, চীনের বৃহত্তম বহুমুখী ব্যবহার্য্য যন্ত্রপাতি নির্মাণকারী কারখানা এবং রাষ্ট্রীয় পর্যায়ের ডিজিটাল নিয়ন্ত্রিত যন্ত্রপাতির গবেষণা ও নির্মাণের কেন্দ্র । ১৯৯৬ সালে এ কারখানা আই.এস.ও ৯০০১ নম্বর পরীক্ষায় যোগ্যতা লাভ করে । কারখানায় পেশাগত আধুনিক যন্ত্রাংশ তৈরী, প্রিন্টিংসহ নানা ধরনের কারখানা রুম ২০টি, প্রযুক্তির ব্যবস্থা ও যন্ত্রাংশের মান চীনের শীর্ষ স্থানে রয়েছে । এর পাশাপাশি কারখানায় যন্ত্রপাতির গবেষণা কেন্দ্র ও পরিসংখ্যা হিসাব পরীক্ষা কার্যালয়সহ বিভিন্ন প্রযুক্তিগত স্থান রয়েছে ।এর উত্পাদনের মধ্যে ডিজিটাল নিয়ন্ত্রিত যন্ত্রপাতি, বিশেষ যন্ত্রপাতি ও সাধারণ যন্ত্রপাতি রয়েছে । এর মধ্যে সি.এস.কে , সি.কে.এইচ, সি.এ.কে ইত্যাদি ডিজিটাল নিয়ন্ত্রিত যন্ত্রপাতি এবং টি.এ.সি ধারাবাহিক যন্ত্রপাতি ক্রেতাদের মধ্যে ব্যাপক স্বীকৃতি পেয়েছে । সি.এ.কে ধারাবাহিক টিজিটাল নিয়ন্ত্রিত যন্ত্রপাতি ১৯৯৭ সালে চীনের যন্ত্রপাতি শিল্পের বিখ্যাত ট্রেডমার্ক অর্জন করেছে । বহু বছর ধরে কারখানা অব্যাহতভাবে দেশ ও বিদেশের নির্মাণ শিল্পের জন্য ২ লাখেরও বেশি টিজিটাল যন্ত্রপাতি নির্মাণ করেছে এবং চীনের টিজিটাল যন্ত্রপাতির গবেষণা ও নির্মাণ কেন্দ্র পরিণত হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ।
শেনইয়াং প্রথম যন্ত্রপাতি কারখানা আরও উন্নত মানের প্রযুক্তি,উত্পাদন ও পরিসেবা নিয়ে কারখানার আরো উন্নয়নের জন্য প্রয়াস চালাবে । বর্তমানে শেনইয়াং প্রথম যন্ত্রপাতি কারখানা একটি উন্নত প্রযুক্তি, সুশৃঙ্খল প্রশাসন ও গুণগতমানের আধুনিক শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়েছে । কারখানার সকল শ্রমিক নিজেদের অব্যাহত অবদান রাখার মাধ্যমে কারাখানাকে বিশ্বের যন্ত্রপাতি নির্মাণের শক্তিশালী কারখানায় পরিণত হওয়ার ইচ্ছা রয়েছে ।
|