v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-08 18:41:51    
ক্যামেরুন

cri
    ১৯৩৩ সালের ১৩ ফেব্রুয়ারী পল বিয়া দক্ষিণ ক্যামেরুনে জন্মগ্রহণ করেন। তিনি ক্যাথলিক ধর্মে বিশ্বাসী। তিনি প্রথম জীবনে এদেয়া ও ইয়াউন্ড ক্যাথলিক ধর্মীয় স্কুলে লেখাপড়া করেন। ১৯৫৬ সাল থেকে তিনি পরপর ফ্রান্সের প্যারিসের অর্থনীতি ও আইন বিষয়ক একাডেমি, প্যারিসের রাজনীতি গবেষণা একাডেমি ও বৈদেশিক উচ্চ পর্যায়ের গবেষণা একাডেমিতে লেখাপড়া করেন। তিনি আন্তর্জাতিক আইন বিষয়ক স্কলার এবং উচ্চ পর্যায়ের গবেষণার যোগ্যতার স্বীকৃতিপত্র লাভ করেন। ১৯৬২ সালে স্বদেশে ফিরে যাওয়ার পর তিনি প্রেসিডেন্টের বিশেষ কমিশনারের দায়িত্ব পালন করেন। ১৯৬৪ সাল থেকে তিনি জাতীয় শিক্ষা, যুব ও সংস্কৃতি মন্ত্রীর পরিচালক, সচিব, প্রেসিডেন্ট ভবনের মহাসচিব ও দেওয়ানী অফিসের পরিচালকের দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালের জুন মাসে তিনি প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত হন। ১৯৭৯ সালের জুন মাসে তিনি প্রেসিডেন্টের উত্তরাধিকারী হন। ১৯৮২ সালের ৬ নভেম্বর তিনি প্রেসিডেন্টের পদে নিযুক্ত হন। ১৯৮৪, ১৯৮৮, ১৯৯২ ও ১৯৯৭ সালে তিনি একটানা চারবারে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮০ সালের ফেব্রুয়ারী তিনি ক্যামেরুনের জাতীয় লীগের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৩ সালের সেপ্টেম্বর মাসে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৫ সালের মার্চ মাসে ক্যামেরুনের জাতীয় লীগের নাম ক্যামেরুন গণতন্ত্র লীগে পরিণত হয়। ২০০১ সালে বিয়া আবার ক্যামেরুন গণতন্ত্র লীগের চেয়ারম্যানের পদে নিযুক্ত হন। ২০০৪ সালের অক্টবর বিয়া আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। নভেম্বর মাসে তিনি শপথ গ্রহণ করেন। তাঁর কার্যমেয়াদ সাত বছর।

    প্রেসিডেন্ট বিয়া ১৯৮৭ সালের মার্চ, ১৯৯৩ সাল ও ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে চীন সফর করেন।