v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-08 17:48:31    
কোন সালে চীনের পারমাণবিক অস্ত্র আবিস্কার করেছে?

cri
    নওগা জেলা শ্রোতা দেওয়াল রফিকুল ইসলাম তাঁর চিঠিতে তিনটি প্রশ্নজিজ্ঞেস করেছেন, প্রথমতচীন মোট কতটি উপগ্রহ উতক্ষেপন করেছে? দ্বিতীয়ত চীনে মোট কতটি উতক্ষেপন কেন্দ্র আছে? তৃতীয়ত কোন সালে চীনের পারমাণবিক অস্ত্র আবিস্কার করেছে? প্রিয় শ্রোতা বন্ধু, আপনার প্রথম প্রশ্নের উত্তর দেয়া একটু কঠিন , কারণ এ সম্বন্ধে এখন পযর্ন্ত কোন সরকারী তথ্য প্রকাশিত হয়নি। তবু একটি সুত্র থেকে জানা গেছে, এ পযর্ন্ত চীন মোট পন্চাশটিও বেশী কৃত্রিম উপগ্রহ উতক্ষেপন করেছে। এ সব কৃত্রিম উপগ্রহের মধ্যে

    ২১টি ছিল প্রত্যাবর্তনযোগ্য উপগ্রহ। ১৯৭০ সালের ২৪ এপ্রিল চীন প্রথম কৃত্রিম উপগ্রহ উতক্ষেপন করে। এতে প্রতিপন্ন হয়েছে যে, চীনের মহাকাশে প্রবেশ করার যুগ এসে গেছে। তত্কালীণ সৌভিয়েতউনিয়ন , যুক্তরাষ্ট্র, ফ্রান্সআর জাপানের পর চীন পঞ্চমদেশ যা স্বাধীনভাবে কৃত্রিম উপগ্রহ উদক্ষেপন করতে সক্ষম হয়। এখন দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি। চীনে মোট তিনটি কৃত্রিম উপগ্রহ উদক্ষেপনের ঘাঁটি আছে। এ তিনটি ঘাঁটির নাম হল, গাসু প্রদেশের চিওশুয়েন , সেনসি প্রদেশের থাইইয়ান এবং সিছুয়েন প্রদেশের সিছান । জানা গেছে চীনের হাইনান দ্বীপে অদূর ভবিষ্যতে আরও একটি উদক্ষেপন কেন্দ্র প্রতিষ্ঠিত হবে। জানা গেছে, এ কেন্দ্রেথেকে চাঁদ অনুসন্ধ্যান নভোযান উদক্ষেপন করা হবে। ২০২০ সাল নাগাদ চীনের নভচারীরা চাঁদে আরোহন করবেন বলে আশা করা হচ্ছে। এখন তৃতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি, ১৯৬৪ সালের ১৬ অক্টোবর বিকেল তিনটায় চীনের প্রথম আণবিক বোমা বিস্ফোরিত হয়। তখন থেকে চীন পরমাণু পরিবারের একটি সদস্য হয়ে দাঁড়ায়। যুক্তরাষ্ট্র, প্রাক্তন সৌভিয়েত ইউনিয়ন, ব্রিটেন আর ফ্রান্সের পর চীন পঞ্চমটি দেশ যা নিজের শক্তির উপর নির্ভর করে আণবিক বোমা তৈরী করতে সক্ষম। তবে, চীন বারবার বলেছে, প্রতিরক্ষার জন্য চীন আণবিক বোমা তৈরী করেছে। চীন কোন দিন প্রথমে আণবিক বোমা ব্যবহার করবে না। অবশেষে বিশ্বের সব আণবিক বোমা ধ্বংস করা চীনের আশা-আকাংক্ষা। চীন সব সময় মনে করে, প্রতিরক্ষারজন্য চীন আণবিক বোমা তৈরী করেছে। চীন সামরিক প্রতিদ্বন্দ্বিতার বিরোধীতা করে।

   এতক্ষণ কয়েকজন শ্রোতার প্রশ্নের উত্তর দিয়েছি। এখন একটি ঘোষণা, আগামী মাসের প্রথম দিকে চীনের গণ কংগ্রেস ও চীনা রাজনৈতিক ও পরামর্শ সম্মেলনের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে। এ দুটোঅধিবেশন চীনা জনগণের রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এ দু'টো অধিবেশন ১২ দিন চলবে। এ দুটো অধিবেশনে গণ কংগ্রেসের প্রতিনিধি এবং চীনা রাজনৈতিক ও পরামর্শ সম্মেলনের সদস্যদের মধ্যে নানা ধরনের বিষয় নিয়ে আলোচনা হবে। এ দু'টো অধিবেশন সম্পর্কে আপনাদের যদি কোন মতামত থাকে বা প্রশ্নথাকে আমাদের চিঠি লিখে জানাবেন। চীনের আর্থ-সামাজিক উন্নয়ন, চীনা জনগণের জীবন সহ বিভিন্ন বিষয় জানতে চাইলে অবিলম্বে আমাদের চিঠি লিখে জানাবেন। আপনাদের পরামর্শ ও মতামত আমাদের প্রত্যেক শনিবারের মিতালী অনুষ্ঠানে প্রচারিত হবে। অনুষ্ঠান শেষ হবার আগে আপনাদের একটি প্রশ্ন। বতর্মানে চীনের লোকসংখ্যা কত? আবার বলছি, বতর্মানেচীনের লোকসংখ্যা কত? গত সপ্তাহের এ মুখোমুখি অনুষ্ঠানে এই প্রশ্নের উত্তর দিয়েছি। আপনার চিঠিতে এ প্রশ্নের উত্তর দিবেন।