চীনের জাতীয় পর্যটন ব্যুরো ও বিশ্ব পর্যটন সংস্থা ৮ ফেব্রুয়ারী যৌথভাবে "২০০৬ চীনের শ্রেষ্ঠ পর্যটন শহর" নির্বাচন করেছে। হাংচৌ, চেনতু ও দালিয়ান এই তিনটি শহর নির্বাচিত হয়েছে।
হাংচৌ হচ্ছে দক্ষিণ চীনের সুদৃশ্য বাগান শহরের প্রতিনিধি। চেনতু হচ্ছে পশ্চিম চীনের সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত আরামদায়ক শহর। দালিয়ান হচ্ছে উত্তর-পূর্ব চীনের আধুনিক উপকূলীয় শহর। চীনের জাতীয় পর্যটন ব্যুরো ও বিশ্ব পর্যটন সংস্থা ৮ ফেব্রুয়ারী পেইচিংয়ে এই তিনটি শহরকে শ্রেষ্ঠ পর্যটন শহর খেতাব দেয়ার অনুষ্ঠান আয়োজন করে।
বিশ্ব পর্যটন সংস্থার মহাসচিব ফ্রান্সেস্কো ফ্রানগিয়ালি বলেছেন, চীনের শ্রেষ্ঠ পর্যটন শহর গড়ে তোলা চীনের পর্যটন শিল্প উন্নয়নের আদর্শ স্থাপনের জন্য কল্যাণকর। ভবিষ্যতে বিশ্ব পর্যটন সংস্থা চীনে শ্রেষ্ঠ পর্যটন শহর নির্বাচনের মানদন্ড ও অভিজ্ঞতা এশিয়া ও বিশ্বের অন্যান্য অঞ্চলে সম্প্রসারণ করবে।
|