ইস্রাইলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ৭ ফেব্রুয়ারী মধ্যরাতে স্বীকার করেছেন যে, ইস্রাইল ও লেবানন সীমান্ত এলাকায় ইস্রাইলী বাহিনী এদিন লেবাননের সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে গুলি বিনিময় করেছে। তবে লেবাননের নিরাপত্তা বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, দু'পক্ষ গুলি বিনিময় করে নি।
ইস্রাইলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র বলেছেন, তখন ইস্রাইলী বাহিনী সীমান্ত এলাকায় লেবাননের হিজবুল্লাহ সংগঠনের সদস্যদের সম্ভাব্য পুতে রাখা স্থাপনের বোমা খুঁজে বের করার সময় লেবাননের সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে গুলি বিনিময় হয়। তিনি বলেছেন, লেবাননের সশস্ত্র ব্যক্তিদের লেবাননের সরকারী বাহিনী থেকে আসার সম্ভাবনা আছে। বর্তমানে গুলি বিনিময় বন্ধ রয়েছে। ইস্রাইলী বাহিনীর কেউ হতাহত হয়নি। এটি হচ্ছে গত গ্রীষ্মকাল যুদ্ধবিরতির পর দু'পক্ষের প্রথম গুলি বিনিময়।
লেবাননের নিরাপত্তা বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, লেবানন সরকারী বাহিনী এদিন দক্ষিণ সীমান্ত এলাকায় ইস্রাইলী বাহিনী মোতায়েন স্থলে গুলি চালায়। এই অভিযান ইস্রাইলী বাহিনীকে সর্তক করতে চায়। যাতে ইস্রাইলী বাহিনীর সীমান্ত অতিক্রম বাধা দেয়া যায়। তবে ইস্রাইলী বাহিনী প্রতি আক্রমন করে নি।
|