শ্রীলংকা সরকার ৭ ফেব্রুয়ারী চীনের মহাপ্রাচীরের ছবি সম্বলিত এক স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে , যাতে চীন ও শ্রীলংকার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উদযাপন করা যায়।
শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী রোহিথা বগলাগামা ডাকটিকিট প্রকাশের অনুষ্ঠানে বলেছেন , চীন ও শ্রীলংকার সম্পর্কের দৃঢ় ভিত্তি আছে । শ্রীলংকা স্পষ্ট এবং দৃঢ়ভাবে একচীন নীতি মেনে চলে । তিনি বিশ্বাস করেন , নতুন যুগে দু'দেশের সার্বিক সহযোগিতামূলক সম্পর্ক আরো জোরদার হবে ।
এ ডাকটিকিটের দৈর্ঘ্য ৬০ মিলিমিটার , প্রশস্ত ২৫ মিলিমিটার । ডাকটিকিটে ছাপানো ছবি হল শ্রীলংকার দর্শনীয় স্থান সিংহ পাথর এবং চীনের মহাপ্রাচীর । ডাকটিটিটের দাম ৫০ রুপি । মোট ১০ লাখ ডাকটিকিট প্রকাশিত হয়েছে ।
শ্রীলংকার পোস্ট ও টেলিযোগাযোগ মন্ত্রী রাউফ হাকেম ও শ্রীলংকা নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়ে তা পো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
|