পাকিস্তান,আফগানিস্তান ও জাতিসংঘ শরণার্থী সংস্থা ৭ ফেব্রুয়ারী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সম্মেলনে নিরাপত্তার কারণে ২০০৭ সালে পাকিস্তান অভ্যন্তরে চারটি আফগান শরণার্থী শিবির বন্ধ করার কথা ঘোষণা করেছে।
পাকিস্তানস্থ জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রতিনিধি মাদাম গুনেট গুব্রে ক্রিস্টোস বলেছেন, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকার নিরাপত্তা হচ্ছে বিবেচনার প্রধান বিষয়। এর পাশাপাশি সংশ্লিষ্ট পক্ষের উচিত শরণার্থীদের মানবিক চাহিদা স্বীকার করা। যাতে এসব শরণার্থী শিবিরের আফগানদের নিরাপদ জায়গায় যাওয়ার প্রস্তাব দেয়া যায়।
পাকিস্তানের সীমান্ত বিষয়ক মন্ত্রী ইয়ার মুহাম্মাদ রিন্দ বলেছেন, চলতি বছরের ১৫ জুনের আগে দক্ষিণপশ্চিম বেলুচিস্তান প্রদেশে অবস্থিত দুটি শরণার্থী শিবির বন্ধ করে দেয়া হবে। উত্তরপশ্চিম সীমান্ত প্রদেশে অবস্থিত দুটি শরণার্থী শিবির চলতি বছরের ৩১ আগস্ট মাসের আগে বন্ধ হবে। জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রস্তাব অনুয়ায়ী আফগান শরণার্থীরা আফগানিস্তানে ফিরে যাবে বা পাকিস্তানের অন্যান্য শিবিরে সরিয়ে নেয়া হবে।
|